Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে রেলওয়ের ভূমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগের ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম সফি উল্লাহ’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান চলাকালে ছাতক উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ইসলাম উদ্দিন, থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান, রেলওয়ে ভূমি বিভাগের সহকারী কর্মকর্তা আতিকুল ইসলাম, ছাতকবাজার রেলওয়ে শাখার কর্মকর্তা জুবায়ের আহমদ সরকারসহ রেল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিসহ বিপুল পরিমানের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রেলওয়ের ভূমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার না করায় উচ্ছেদ অভিযানে বিলম্বিত হয়। রেলওয়ে ভূমি উদ্ধারের অংশ হিসেবে প্রায় একযুগ পর রেলপথের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের লক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন, অভিযানে উপস্থিত রেলওয়ের কর্মকর্তারা।

দিনের শুরুতেই রেলওয়ে আবাসিক কলোনীতে অবৈধ ভাবে ২৩টিরও বেশি বসবাসকারী বাসা গুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে ষ্টেশন সংলগ্ন এলাকার বসতঘর, শিবটিলা অটো রিকশা স্ট্যান্ডে প্রায় অর্ধশতাধিক দোকানপাঠ ও স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগের ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম সফি উল্লাহ জানান, প্রথমদিন প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জসহ রেলপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হবে। বুলডোজার ব্যবহার না করার অভিযান বিলম্বের বিষয়ে সত্যতা স্বীকার করে তিনি স্থানীয় সংশ্লিষ্ট রেলওয়ের গাফিলতির কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ