Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণী ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৩:৫৯ পিএম

২০২০ সালটা করোনার প্রকোপে বলিউডের পক্ষে একেবারেই ভাল যায়নি। কিন্তু ২০২১ সালে করোনা থাকা সত্ত্বেও একের পর এক ছবির কথা শোনা যাচ্ছে। ক’দিন আগেই মুক্তি পেয়েছে সালমান খানের ‘রাধে’। এবার আরেক নতুন ছবির কথা ঘোষণা করতে চলেছেন ভাইজান। শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার বিজয় অভিনীত ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন সালমান খান।

ভাইজানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমাসের শেষে গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার কথা খান পরিবারের। সেখান থেকে ফিরে জুলাই মাসেই তার নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করবেন বলিউডের ভাইজান। জানিয়ে দেবেন, ‘মাস্টার’-এর হিন্দি রিমেকের কথা। তবে এখনও ঘোষণা না হলেও, সূত্রের দাবি, ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে প্রোডাকশন হাউস ‘এন্ডেমল শাইন ইন্ডিয়া’, ‘সেভেন স্ক্রিন স্টুডিওজ’ ও প্রযোজক মুরাদ খেতানি এই ছবির প্রযোজনার দায়িত্বে। সালমান ফিরলেই তার সঙ্গে প্রয়োজকদের চূড়ান্ত আলোচনার পরেই সব ঠিক হয়ে যাবে। যা জানা যাচ্ছে, আপাতত কেবল সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, বিজয়ের সুপারহিট ‘মাস্টার’ ছবিটি মুক্তি পেয়েছিল এবছরের শুরুতে। ১৩ জানুয়ারি মুক্তি পাওয়া সেই ছবিতে খল চরিত্রে দেখা গিয়েছিল বিজয় সেতুপতিকে। জানা গিয়েছে, ছবিটি দেখার পর সেটা রিমেক করতে উৎসাহী হয়ে পড়েন সালমান খান। কিন্তু এরপরই করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউনের ধাক্কায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। আপাতত সপরিবারে নিজের ফার্মহাউসে ছুটি কাটাচ্ছেন‌ সালমান।

প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পাওয়া ভাইজানের ‘রাধে’ ছবিটিও ছিল রিমেক। দক্ষিণ কোরিয়ার ছবি ‘দ্য আউটলজ’-এর হিন্দি রূপান্তর মুক্তি পেয়েছিল গত ১৩ মে। ছবিটি সেভাবে সাফল্য পায়নি।

এছাড়া শোনা যাচ্ছে, কেবল ‘মাস্টার’ ছবিই নয়, তার সঙ্গে নতুন আরেকটি ছবির কথাও ঘোষণা করবেন সালমান। হয়তো সেটি হতে চলেছে একটি থ্রিলার ছবি। এছাড়াও তার হাতে রয়েছে ‘টাইগার ৩’, ‘কভি ইদ কভি দেওয়ালি’, ‘কিক ২’-র মতো ছবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ