গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে চলাচলকারী গণপরিবহনে জানালা দিয়ে মাথা বাইরে রাখায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্ররে। যাত্রীরা জানান, ছেলেটিকে নিষেধ করার পরও বাইরে মাথা-মুখ করে কিছু দেখতে থাকে এ সময় অন্য একটি বাস এসে তার মাথা থেতলে দেয়।
জানা যায়, রাজধানীতে সড়কে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক কলেজছাত্রের। সোমবার সন্ধ্যা ৭টায় মালিবাগে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মেহেদী হাসান (১৯)। তিনি ঢাকার একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রামপুরায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
পুলিশ জানায়, তুরাগ ও আকাশ পরিবহনের দুটি মিনিবাসের প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ গোলাম আজম সংবাদমাধ্যমকে জানান, ‘মেহেদী তুরাগ বাসের মাঝামাঝি জানালার পাশের একটি সিটে বসেছিলেন। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এসময় অন্য বাসের চাপায় তার মাথা থেঁতলে যায়।’
পুলিশ বাস দুটি আটক করেছে। নিহত মেহেদীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।