Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল জাজিরার সাংবাদিককে ‘জিহাদি’ বলে আক্রমণ হিন্দুত্ববাদীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০২ এএম

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-তে একটি প্রতিবেদন লেখার পর একজন ভারতীয় মুসলিম সাংবাদিক বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী ও ব্যক্তির কাছ থেকে হুঁশিয়ারি ও প্রাণনাশের হুমকি পর্যন্ত পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক অবশ্য বলিষ্ঠভাবে রাকিব হামিদ নাইক নামে ওই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে এবং তার সমর্থনে রোববার রাতে একটি বিবৃতিও জারি করেছে।
এর আগে গত এপ্রিল মাসে আল জাজিরাতে প্রকাশিত এক প্রতিবেদনে রাকিব হামিদ নাইক লিখেছিলেন, মার্কিন ফেডারেল সরকারের কোভিড ত্রাণ সে দেশের এমন কতগুলো হিন্দুত্ববাদী সংগঠন পেয়েছে যারা ভারতের আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশনসহ আরো চারটি আমেরিকা-ভিত্তিক সংস্থা এভাবে প্রায় ৮ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সোয়া ছয় কোটি রুপি) পেয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ওই সাংবাদিক বিভিন্ন ধরনের হুমকি পেতে শুরু করেন। রাকিব হামিদ নাইক এ মুহূর্তে আমেরিকাতে রয়েছেন। সে দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছেও তিনি রিপোর্ট করেছেন যে তাকে নিয়মিতভাবে হত্যা করারও হুমকি দেওয়া হচ্ছে।
নিজের টুইটার হ্যান্ডল থেকেও রাকিব হামিদ নাইক এরকম বেশ কয়েকটি আক্রমণাত্মক টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন যেখানে তাকে ‘জিহাদি’, ‘সন্ত্রাসবাদী’ বা ‘হিন্দু-বিদ্বেষী’ বলে গালিগালাজ করা হয়েছে। যেমন, ‘শ্রীরামের কাঠবিড়ালি’ অ্যাকাউন্ট থেকে একজন লিখেছেন, রাকিব নাইক ও তার পরিবারের সকলের ভিসা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কার্যালয়কে ট্যাগ করে তিনি প্রস্তাব দিয়েছেন, ‘ভারতে রাকিব নাইকের পরিবারে কজন সন্ত্রাসবাদী আছে খুঁজে বের করে সবার চিকিৎসা করা হোক’!
‘ম্যায় ভি সুশান্ত’ নামের আড়ালে আরো একজন লিখেছেন, ‘এই রাকিব একজন ভারতীয় মুসলিম, যে হিন্দু করদাতাদের পয়সায়-চলা মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে, এখন তার লক্ষ্য হল ভারতে ইন্তিফাদা আর খিলাফতের গ্রাউন্ড প্রস্তুত করা’!
আরো এক ব্যক্তি ওই সাংবাদিককে ‘জিহাদি মোমিন’ বলে বর্ণনা করে মন্তব্য করেছেন, ‘সে হিন্দু সংগঠনগুলোকে আঘাত করতে চেয়েছে, এ কাশ্মীরি মৌলবাদীকে হিন্দুরা পাল্টা আক্রমণ করলে তাতে দোষের কিছু নেই’!
হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের নির্বাহী অধিকর্তা সুহাগ এ শুক্লাও তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ থেকে রাকিব নাইকের প্রতিবেদনটিকে সরাসরি আক্রমণ করেছেন।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রুগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যাতে মহামারিতে কর্মীদের চাকরিতে বহাল রাখতে পারে সেই জন্য নির্দিষ্ট মার্কিন ত্রাণ পাঁচটি হিন্দুত্ববাদী সংগঠনের হাতে পৌঁছেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ছাড়াও ওখানে উল্লিখিত বাকি চারটি সংগঠন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা, একল বিদ্যালয় ফাউন্ডেশন অব ইউএসএ, ইনফিনিটি ফাউন্ডেশন ও সেবা ইন্টারন্যাশনাল।
ওই প্রতিবেদনে ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ নামে আর একটি মার্কিন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুনীতা বিশ্বনাথনকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এ পাঁচটি সংস্থার হাতে আমেরিকার সরকারি সহায়তা যাওয়ার অর্থ হল ভারতে মুসলিমসহ অন্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধির আশঙ্কা। ওই পাঁচটি সংগঠনই যে হিন্দু আধিপত্যবাদী আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে, জানানো হয়েছিল সেটাও।
গত ৭ মে তারিখে কলম্বিয়াতে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে একটি মানহানির মামলা করা হয়, যাতে সুনীতা বিশ্বনাথনকেও ‘অন্যতম ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করা হয়েছে।
ইতিমধ্যে রাকিব হামিদ নাইকও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার অভিযোগে বলেছেন, নিছক পেশাগত দায়িত্ব পালনের কারণে তিনি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ‘অনলাইন নির্যাতনে’র শিকার হচ্ছেন। আল জাজিরাও তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা মি নাইকের ‘সর্বোচ্চ মানের ত্রুটিহীন সাংবাদিকতা’র পাশে আছে এবং তার ‘পেশাদারি অবদান’কে সর্বতোভাবে সমর্থন করছে। সূত্র : বিবিসি বাংলা।



 

Show all comments
  • MD Mainuddin ১৫ জুন, ২০২১, ৫:২২ এএম says : 0
    আরএসএস একটি রাষ্ট্রীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। কিন্তু বিশ্বের মানবতার ফেরিওয়ালারা এখন চুপ!!
    Total Reply(0) Reply
  • Nayem Hossain ১৫ জুন, ২০২১, ৫:২৩ এএম says : 0
    এই ভারত 1192 থেকে 1857 পর্যন্ত মুসলিম সুলতানগণ শাসন করেছেন।আর হিন্দুদের হাতে শাসন আসল মাত্র 73 বছর হইছে।আর তাতেই তারা দেশকে নরকে পরিণত করে ফেলছে। আর বিভিন্ন জায়গায় চিতার আগুন তো নিভছেই না।
    Total Reply(0) Reply
  • Salim Khan ১৫ জুন, ২০২১, ৫:২৪ এএম says : 0
    যে দেশের মানুষ ভোট দিয়ে জেতায় পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক দলকে।তাদের কাছ থেকে আর কি আশা করা যায়
    Total Reply(0) Reply
  • Prince Ashrafur Rahman ১৫ জুন, ২০২১, ৫:২৪ এএম says : 0
    বর্তমানের ক্ষমতায় উগ্র হিন্দু বাদী বিজেপি সরকারের অনুসারীদের কাছে কি আশা করবেন? India এর আভ্যন্তরীণ দাঙ্গা, মুসলিমদের হত্যা, নাগরিকত্ব কেড়ে নেয়া এসবই প্রমাণ করে তারা জঙ্গি. এখন যে যেরকম তারা তো অপরকে সেরকমই মনে করে.
    Total Reply(0) Reply
  • Mohammad Imran Ali ১৫ জুন, ২০২১, ৫:২৫ এএম says : 0
    ভারত উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র তাই এদের চরমভাবে ঘৃণা করা ও বয়কট করা উচিত
    Total Reply(0) Reply
  • Toma Das ১৫ জুন, ২০২১, ৫:২৫ এএম says : 0
    রাকিব হামিদ একজন সাহসি সাংবাদিক তার জন্য শুভকামনা রইল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল জাজিরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ