পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় বহির্বিশ্বে সর্বপ্রথম আল জাজিরার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ সভাপতি হাসান সিমুন ফারুক রবিন। তিনি এই প্রতিবেদককে বলেন, এর আগে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী থেকে প্রতিবাদ বিবৃতি দেয়া হলেও বহির্বিশ্বে আমিই প্রথম প্রতিবাদের ডাক দিয়েছি ।
তিনি আরও বলেন, আমরা আগামী তিন দিনব্যাপি সিডনীর আল জাজিরা অফিস এবং কাতার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করব। আমাকে প্ল্যাকার্ড সরবরাহ করে এবং পরামর্শ দিয়ে সাহায্য করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আদনান ফাহাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম।
তিনি বলেন, আগামীকাল ৫ ফেব্রুয়ারি, পরশু এবং তার পরের দিন আল জাজিরার সিডনী অফিস ও কাতার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন আমার রাজনৈতিক সহযোদ্ধারা । পৃথিবীর অন্যান্য দেশের আওয়ামী লীগ নেতাদের প্রতিও তিনি প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।