Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে কেন এত মানুষ গুম হন: আল জাজিরার প্রতিবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:১৩ পিএম

রহস্যজনক কারণে বাংলাদেশে প্রায় কয়েক শত মানুষ নিখোঁজ। এখনও প্রিয়জন তাদের খবর পাওয়ার আশায় বুক বেঁধে আছেন। কিন্তু তারা কোনো খোঁজ পাচ্ছেন না প্রিয়জনের। ফলে তাদেরকে বেদনা সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হচ্ছে। তাদেরই একজন ফারজানা আক্তার। তিনি বলেন, আমার ছেলের বয়স এখন প্রায় ৬ বছর। কিন্তু সে এখনও তার পিতার মুখ দেখতে পায় নি। অনলাইন আল জাজিরায় ‘বাংলাদেশে কেন এত মানুষ গুম হন?’ শীর্ষক এক ভিডিও প্রতিবেদনে এসব কথা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, জোরপূর্বক গুমের জন্য বেশির ভাগ পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সিকে দায়ী করেন। কিন্তু সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে। তবু নিখোঁজ প্রিয়জন কোথায় আছেন কর্তৃপক্ষের কাছ থেকে তার উত্তর পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়েছে আসছে ‘মায়ের ডাক’। নিখোঁজ ব্যক্তিদের মা, বাবা, ভাইবোন ও শিশুদের প্রতিনিধিত্ব করে মায়ের ডাক। তারা প্রিয়জনের সন্ধান চাইলেও বেশির ভাগ ক্ষেত্রে তাদের আর্তনাদ ফাঁকা বুলিতে পরিণত হয়। মাসের পর মাস যায়। বছরের পর বছর।

আল জাজিরা আরো লিখেছে, গত কয়েক বছরে যেসব মানুষ নিখোঁজ হয়েছেন তার বেশির ভাগই বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য। আরও আছেন ওইসব অধিকার বিষয়ক কর্মী, যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন। এপ্রিলে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বলেছে, ২০০৯ সালের শুরু থেকে ২০১৮ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০৭টি জোরপূর্বক গুম প্রামাণ্য হিসেবে উপস্থাপন করেছে নাগরিক সমাজ বিষয়ক গ্রুপগুলো। এসব মানুষের মধ্যে ২৮৬ জন জীবিত ফিরেছেন ঘরে। ৬২ জনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। বাকি ১৫৯ জন মানুষ এখনও নিখোঁজ। বেশির ভাগ গুমের জন্য সন্দেহ করা হয় পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ ও র‌্যাবকে।

জোরপূর্বক গুম বন্ধ করতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন গ্রুপ আহ্বান জানিয়েছে। কিন্তু সরকারের প্রথম সারির মন্ত্রীরা পর্যন্ত সেই আহ্বান উড়িয়ে দিয়েছেন। তারা গুমের রিপোর্টকে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রচারণা বলে অভিহিত করছেন। এক্ষেত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা যা করতে পারছেন তা হলো তারা একত্রিত হচ্ছেন এবং সরকারের কাছে উত্তর চাইছেন। এর প্রেক্ষিতে ওই সব পরিবারের ওপর কি প্রভাব পড়ছে এবং দৃশ্যত বিরোধী দলকে টার্গেট করায় বাংলাদেশের গণতন্ত্রে কি অর্থ এ বিষয়ে আল জাজিরা তাদের দ্য স্ট্রিম অনুষ্ঠানে বক্তব্য নেয় মায়ের ডাক-এর পরিচালক সানজিদা ইসলাম, সাংবাদিক তাসনিম খলিল, ইন্টারন্যাশনা ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি জেনারেল ডেবি স্টোবহার্ডের। এতে তারা বাংলাদেশে গুম বিষয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।



 

Show all comments
  • Azad Begh ২২ জুন, ২০১৯, ১২:৩২ পিএম says : 0
    সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে গুম খুন ও সরকারি বাহিনী দিয়ে অত্যাচার এই সরকারের কাজ।
    Total Reply(0) Reply
  • মতিন ২২ জুন, ২০১৯, ১:০৬ পিএম says : 0
    উওর সোজা ক্ষমতায় থাকার জন্য
    Total Reply(0) Reply
  • SM saiful islam ২২ জুন, ২০১৯, ৪:১১ পিএম says : 0
    আমার বন্ধু আওয়ামী লীগের ইউনিয়ন সাধারন সম্পাদক।ও সন্ত্র দমনে র্যার পুলিশকে সহযোগিতা করেছিল,জলদস্যুর উৎপাত বন্ধ করেছিল।কিন্তু কোন এক অজ্ঞাত ইশারায় সে গুম হয়ে গেছে।প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।কোন সুদুত্তর নেই।
    Total Reply(0) Reply
  • Emran malik ২২ জুন, ২০১৯, ৮:১৮ পিএম says : 1
    অবৈধ সরকারের কাছে এরচেয়ে বেশি কী আশা করা যায়..?ভ্যাট এর নাম করে আমাদের রক্ত চুষে খাচ্ছে।
    Total Reply(0) Reply
  • rose ২২ জুন, ২০১৯, ১১:০৮ পিএম says : 2
    আল জাজিরা কিভাবে জানলো ? কেউ আত্নগোপন করে কেউ গ্রেপ্তার কেউ গুম হতে পারে । পরে আবার অনেক কে পাওয়াও যায় ।নিজস্ব রেশারেশি সরকার এর উপর তুলে দেয় ।বিদেশে হাজার হাজার ভিজিট এসে যায় না ফেরত ।ওগোলাও কি গোমের হিসেবে? সালাউদ্দিন এমপি সাবেক ভারতে আছে সেও কি গোম ?আল জাজিরার বিরুদ্ধে ও অভিযোগ এর শেষ নাই তারা কিভাবে একটি দেশের সমালোচনা করে?
    Total Reply(0) Reply
  • সোহেল ২৩ জুন, ২০১৯, ৯:০৯ এএম says : 0
    আমার বিশব্বিদ্যালয়ের দুজন স্টুডেন্টকে গুম করা হল। তাদের লাশও পাওয়া গেল না। বুঝলাম তারা বিরোধী মতের তাই বলে তাদের এভাবে গুম করতে হবে? আল্লাহর বিচার বলে একটা কথা আছে যেটা আল্লাহ আজ হোক কাল হোক দেখাবেনই।
    Total Reply(0) Reply
  • H.M SIDDIQUE ২৪ জুন, ২০১৯, ৯:৫৩ এএম says : 0
    গুম।এটা জাতীর জন্য চরম এক অভিশাপ। কিছু মন্ত্রী আছেন, যারা সর্বদা বিরোধীদের উপর দোষারোপ করেন।তারা হলেন নোংরা মাথার, কাদামাখা কীট। গুম উত্তরোত্তর যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, তা সত্যই আশংকাজনক। এখনই এটি লাগাম টেনে ধরা উচিত। নয়লে ভবিষ্যৎ আমরা ঘৃন্য জাতী হিসাবে পৃথিবীতে আখ্যায়িত হবে।
    Total Reply(0) Reply
  • Mdhabib ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫১ পিএম says : 0
    আমার তো মনে হয় আল্লাহতাআলা আল-জাজিরার মাধ্যমে এ নিকৃষ্ট সরকারকে উৎখাত করবে কারণ এদেশের মিডিয়ারা যে দালাল ও চাটুকার আলজাজিরা জিন্দাবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল জাজিরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ