Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ নিয়ে মনপুরাবাসীর ভোগান্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজপলা মনপুরা। ভোলা জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেঘনার মোহনায় চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই মনপুরা উপজেলা। এই বিচ্ছিন্ন দ্বীপে এক লক্ষ মানুষ বসবাস করে। মনপুরাতে যে সকল প্রাইভেট কোম্পানি, সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সাপ্লাই দিচ্ছে, তারা স্থানীয়দের ওপর একধরনের জুলুম করছে। যেমন প্রথমেই সংযোগ নিতে হলে যে মিটার কিনতে হয় তা, লোকাল মার্কেটের মূল্য রয়েছে ১৫শ, থেকে ১৮শ টাকা, যার মূল্য তারা নিচ্ছি ৫ হাজার টাকা। পার ইউনিট বিদ্যুৎ ৩০ টাকা এবং অযৌক্তিকভাবে মাসিক ভ্যাট নিচ্ছে ৭০ টাকা, যা আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটাই কষ্ট সাধ্য। প্রধানমন্ত্রীর উদ্যোগে ভোলার বিভিন্ন চরে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছেছে। তবুও আমরা কেন সোলার কোম্পানির ব্যবসার টার্গেটের শিকার হবো? তাই এই অনিয়ম দুর্নীতির যাঁতাকল থেকে মনপুরাবাসীকে মুক্তি দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেবে দেখার দাবি জানাচ্ছি।

সেয়াইব মোহাম্মদ সিফাত
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন