Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেশিনারিজ নিয়ে আরো দুটি জাহাজ মোংলা বন্দরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে দুইটি জাহাজ মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে এসে পৌঁছেছে। গতকাল রোববার দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে ১ হাজার ৪শ মেট্রিকটন মেশিনারিজ নিয়ে নোঙ্গর করেছে লাইবেরিয়ান পতাকাবাহী এমভি আনকাসান নামের জাহাজ। প্রায় একই সময়ে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী সাপোডিলা নামে আরও একটি জাহাজ নোঙ্গর করেছে। এই জাহাজ দুটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ টি প্যাকেজে মোট ১ হাজার ৯১৮ দশমিক ৪৬৩ মেট্্িরক টন মেশিনারিজ যন্ত্রাংশ আনা হয়েছে।
এমভি আনকা সান জাহাজের শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিং লাইন্স এর খুলনাস্থ ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী বলেন, ১ হাজার ৯৭৯টি প্যাকেজে ১ হাজার ৪শ মেট্রিক টন পণ্য নিয়ে ২৭ ডিসেম্বর রাশিয়ার নবরস্তি বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল রোববার দুপুর সোয়া ৩টায় জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙর করে। পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয় দুপুরের পালা থেকেই।
অন্যদিকে, একই সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে আরো একটি লাইবেরিয়ার পতাকাবাহী এমভি সাপোডিলা নামক বিদেশী বাণিজ্যিক জাহাজ আসে এ বন্দরে। বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রোববার দুপুরের পর বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এই জাহাজে ৫১৮ দশমিক ৪২১ মেট্রিক টন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য রয়েছে বলে জানায় এ জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্ট এর খুলনাস্থ্ ম্যানেজার ওয়াসিম খান। এসব পণ্য খালাস হতে সময় লাগবে ২ থেকে ৩ দিন দিন। জাহাজ থেকে পুরোপুরি খালাস হবার পর আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সেগুলো সড়ক ও নৌ পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানায় মোংলা বন্দরের শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান (ইষ্টিভিডরস) কোম্পানী মেসার্স অবিরত এজেন্সির স্থানীয় ম্যানেজার মো. রুহুল আমিন।
শুরু থেকে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই জাহাজে এসেছে মোট ৪২টি। এ ৪২টি বিদেশী জাহাজ থেকে পন্য খালাস হয়েছে ৭০ হাজার ৪৪২ দশমিক ৪৬৩ মেট্রিক টন বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ