প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছে গোটা বিশ্বের লক্ষ লক্ষ তরুণী। গত বছর থেকে সংবাদ শিরোনামে ইতালীয় হ্যান্ডসাম হাঙ্ক মিকেলে মোরোনে। নেটফ্লিক্সে ইরোটিক থ্রিলার ‘৩৬৫ ডেজ’ দেখে নিয়েছেন এই ইতালীয় হ্যান্ডসাম হাঙ্ক অনেকের মনে স্থান করে নিয়েছেন। আগেই বলিউড ছবিতে কাজ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, এবার খবর শীঘ্রই তেমনটা ঘটতে চলেছে। সৌজন্যে করণ জোহর। হ্যাঁ, বলিউডের এই জহুরির হাত ধরেই নাকি ভারতীয় ছবির দুনিয়ায় পদার্পণ করতে চলেছেন ‘৩৬৫ ডেজ’ তারকা। ইনস্টাগ্রামে মিকেলেকে ফলো করেন করণ জোহর।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, করণ জোহরে টিমের তরফে নাকি ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে মিকেলে মোরোনের সঙ্গে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে ধর্মা প্রোডাকশনের আসন্ন ছবিতে দেখা যাবে মিকেলেকে।
আসলে করণ জোহর চাইলে কী না হয়! এর আগে পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের সঙ্গে ধর্মা প্রোডাকশনের কোলাবরেশন নিয়েও কম চর্চা হয়নি। কেজোর ‘কাপুর অ্যান্ড সনস’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন এরপর পাক শিল্পীদের এদেশে কাজ করা নিয়ে সমস্যা তৈরি হলে ধর্মার বেশ কিছু প্রোজেক্ট থমকে যায়, যেখানে লিড রোলে ছিলেন ফাওয়াদ।
৩৬৫ ডেজ ছবিতে মাত্রারিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করে নারী হৃদয়ে ঝড় তুলেছেন ইতালিয় তারকা মিকেলে। গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ার অন্যতম ট্রেন্ডিং ছবি ছিল এটি। ফিল্মোগ্রাফিতে ছবির সংখ্যা খুব বেশি না থাকলেও অভিনয়ের পাশাপাশি ভালো গানও জানেন তিনি। মানে পেশাদার গায়ক বলা যায় মিকেল মোরোনে-কে। পাশাপাশি দুর্দান্ত ছবি আঁকেন তিনি।
পেশাদার জীবনের পাশাপশি তাঁর ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। ৩০ বছর বয়সী এই ইতালীয় তারকা ডিভোর্সি। ২০১৮ সালে স্ত্রী রুবা সাদেহ-এর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর, দুই সন্তান রয়েছে তাঁদের।
করণ জোহরের ছবিতে মিকেল মোরোনের অভিনয়ের খবর চাউর হতেই দারুণ এক্সাইটেড মোরোনে ভক্তরা। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।