Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়ানার বিয়ের পোশাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১১ এএম

প্রিন্সেস ডায়ানার বিয়ের নিয়ে গতকাল থেকে এক প্রদর্শনী শুরু হয়েছে। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ের পোশাক নিয়ে ব্রিটিশদের আগ্রহ অনেক বেশি। পোশাকটির পেছনের অংশ ছিল ২৫ ফুট লম্বা। সুরক্ষিত রাখতে প্রদর্শনীর আগের রাতে সিল্কের পোশাকটি লুকিয়ে রেখেছিলেন পোশাকের ডিজাইনার ডেভিড ও এলিজাবেথ ইমানুয়েল।

কেনসিংটন প্যালেসে ‘রয়্যাল স্টাইল ইন দ্য মেকিং’-এর আয়োজনে ওই প্রদর্শনী আয়োজিত হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ডায়ানা, রানি এলিজাবেথ, প্রিন্সেস মার্গারেট ও কুইন মাদারের পোশাক ডিজাইনারদের কাজ নিয়ে আলোচনা হবে। প্রিন্সেস ডায়ানার নিজস্ব স্টাইল নিয়েও সেখানে আলোচনা হবে। দুষ্প্রাপ্য লেস, মুক্তা ও হাজারো চুমকি বসানো ডায়ানার বিয়ের পোশাকের পেছনের অংশটি ছিল ব্রিটিশ রাজবধূদের বিয়ের পোশাকের মধ্যে সবচেয়ে লম্বা। প্রদর্শনীর পরিচালক ম্যাথিউ স্টোরি উদ্বোধনীর আগে সাংবাদিকদের জানান, এটি অনেক বড় পোশাক।
ডায়ানা পরার আগে তার বিয়ের পোশাকটি আর কাউকে দেখানো হয়নি। ডায়ানা মারা যাওয়ার পর তার ভাই আর্ল স্পেনসারের অধিকারে ছিল বিয়ের গাউনটি। যুক্তরাষ্ট্রের ওহিয়ো রাজ্যের সিনসিনাটি জাদুঘর সেন্টারে ‘ডায়ানা: আ সেলিব্রেশন’ নামক প্রদর্শনীতে ডায়ানার অনেক পোশাকের মধ্যে এই গাউনও তুলে ধরা হয়েছিল। ডায়ানার ইচ্ছা অনুযায়ী, ২০১৪ সালে প্রিন্স হ্যারি যখন ৩০ বছরে পা দেন, আর্ল স্পেনসার বিয়ের পোশাকটি প্রিন্স উইলিয়াম ও হ্যারিকে ফেরত দেন। প্রদর্শনীর জন্য বিয়ের পোশাকটি দিয়েছেন উইলিয়াম ও হ্যারি। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়না

৬ জানুয়ারি, ২০২০
১৪ জানুয়ারি, ২০১৯
২ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ