Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় ঢাকা ডায়নামাইটস

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের কাছে হারটাই তাতিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। আজ বরিশাল বুলসের বিপক্ষে জয়ে ছন্দ ফিরে পেতে উদগ্রীব দলটি। গতকাল দলটির সিনিয়র ক্রিকেটার শরীফ সে লক্ষ্যের কথাই জানিয়েছেÑ ‘মনে হয় না আমরা ব্যাকফুটে আছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু গতবারও প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও চ্যাম্পিয়ন হয়েছে। এবারো ওই ভাবেই চ্যাম্পিয়ন হতে পারি। এখান থেকে ফিরতে বেশি সময় লাগে না। কারণ, সবাই সিনিয়র ক্রিকেটার। সবাই ম্যাচিউরড ক্রিকেটার।এখানে নতুন করে শিখানোর কিছু নাই। যদি সবাই নিজেদের ভুলটা বুঝতি পারি তাহলে তাড়াতাড়ি ঠিক করতে ফেলতো পারব।’ ছন্দে ফিরতে দলটির দর্শন, উপভোগ, এমনটাই জানিয়েছেন শরীফÑ ‘আমাদের ম্যানেজমেন্টের দিক থেকে বাড়তি কোনো চাপ নেই। আমাদেরকে বলা হয়েছে তোমরা উপভোগ করো, নিজেদের খেলাটা খেল। ভালো খেললে ফল অবশ্যই আসবে।’
এদিকে মুশফিকুর, শাহরিয়ার নাফিসের ফিফটিতে ১৪৮/৬ স্কোর নিয়েও ঢাকা ডায়নামাইটসের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ধাক্কাটা ভালই খেয়েছে গতবারের রানার্স আপ বরিশাল বুলস। মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মুশফিকুরের লক্ষ্য তাই একটাই, জয়। বরিশাল বুলস অধিনায়ক সে ঘোষণাই দিয়েছেনÑ ‘দু’দিন আমাদের দল অনুশীলন করলো। আশা করছি পরবর্তী ম্যাচে আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে।’
বছরটিতে ওয়ানডে, টেস্টে পারফর্ম করলেও টুয়েন্টি-২০ তে প্রথম ফিফটি উদযাপন করেছেন। নিজেকে ফিরে পাওয়া মুশফিকুরের লক্ষ্য এখন দলের হয়ে অবদান রাখাÑ ‘দল তো হেরে গেছে, এরচেয়ে বড় অতৃপ্তি আর থাকতে পারেনা। নিজে রান পেলে তো অবশ্যই সবারই ভাল লাগে, টিম জিতলে আরও বেশি ভাল লাগতো। চেষ্টা করছিলাম টি-২০ ফরমেটে যেন আবার নিজেকে ফিরে পাই। এখন চেষ্টা থাকবে দলের হয়ে যেনো অবদান রাখতে পারি।’
প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। তারকায় ঠাসা দলটির তাই আজ রাজশাহী কিংসের বিপক্ষে ফেভারিট স্টিকার নিয়েই হচ্ছে ঢাকা ডায়নামাইটস। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে খেলার পক্ষপাতী নন দলটির নির্ভরযোগ্য ক্রিকেটার নাসির হোসেনÑ ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কিছুই নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোটো-বড় দল বলে কিছু নেই। এক-দুই জন খেললেই অনেক সময় দেখা যায় ম্যাচ বের হয়ে যায়। ওরাও খেলোয়াড়, আমরাও খেলোয়াড়।’
দলে বিদেশী তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে উপকৃত হচ্ছেন, সাঙ্গাকারা মাহেলাকে দেখে শিখতে চান নাসিরÑ ‘সাঙ্গাকারা, রবি বোপাদের সঙ্গে আমি আগেও খেলেছি। ওদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। কিভাবে চলাফেরা করেন, ব্যাটিং প্রস্তুতি কিভাবে নেন, ম্যাচের প্রস্তুতি কিভাবে নেন, এগুলো শেখার আছে। জয়াবর্ধনে-সাঙ্গাকারা হচ্ছেন কিংবন্তি ক্রিকেটার। চেষ্টা করছি ওনাদের কাছ থেকে কিছু নেওয়ার।’
শেষ ৬ বলে ৭ রান, এমন এক সুবিধাজনক অবস্থানে থেকে গত পরশু খুলনা টাইটান্স অধিনায়ক মাহামুদুল্লার অফ স্পিনে রাজশাহী কিংস ছিন্ন ভিন্ন হওয়ায় বেঙ্গালুরুতে ভারতের কাছে শেষ ৩ বলে হারের কথাই মনে করিয়ে দিয়েছে সাব্বির রহমান রুম্মানকেÑ ‘আমিও তো মানুষ, আমারও খারাপ লেগেছে। ভারত ম্যাচের কথা মনে পড়েছে। ৪ বলে ৫ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তো বা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটা ছিল ভুল সিদ্ধান্ত। একশ’ ম্যাচে যদি এমন পরিস্থিতিতে পড়ি একশবারই জিতব। জেতার সম্ভাবনাই বেশি। হয়ে গেছে, কিছু করার নাই। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফেরার টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই ১২০ বল করেই পায়। বিপিএলে সাতটা দলই খুব ভালো। নিজেদের দিনে যে ভালো খেলবে সেই জিতবে। আগের ম্যাচে আমরা সব ভালো করেছি শুধু শেষ ওভারটা খারাপ করেছি। ম্যাচ হেরেছি- এটাই টি-টোয়েন্টি।
প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস কাগজে কলমে অনেক বড় দল। তবে তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে রাজশাহী কিংস,সে প্রত্যয় দলটির আইকন ক্রিকেটার সাব্বিরেরÑ‘টি-টোয়েন্টি ক্রিকেটে খাতা-কলম বলে কিছুই নেই। আমরা ১২০ বলই খেলব। এই ধরনের ক্রিকেটে ছোট দলের কাছে বড় দল হারতে পারে।’ অধিনায়ক ড্যারেন স্যামীতে দারুন একটা ড্রেসিং রুম উপহার পেয়েছেন বলে জানিয়েছেন রুম্মানÑ‘স্যামি খুব মজার মানুষ। আমরা ওর সঙ্গ উপভোগ করছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ের অনেক দিন অধিনায়কত্ব করেছে। দুইবার দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছে। মাঠের ভেতরে-বাইরে ও অনেক মজার মানুষ। টি-টোয়েন্টি ক্রিকেটও অনেক উপভোগের ম্যাচ। উপভোগ না করলে এই ক্রিকেটে আসলে ভালো কিছু করা সম্ভব নয়। ’
একেক জন একেক ভাবে অনুপ্রাণিত হয়। আমি যেভাবে হই সেভাবে সৌরভ না, সৌরভ যেভাবে হয় সেভাবে সোহান না। দল হিসেবে সে অনেক কিছু শেয়ার করছে আমাদের সঙ্গে। ও ওর মতো করে আমাদের অনুপ্রাণিত করছে। চষ্টা করবো।’ খুলনা টাইটান্সের বিপক্ষে ১০ নম্বরে মেহেদী হাসান মিরাজকে ব্যাটিংয়ে নামানোয় প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষ অধিনায়ক মাহামুদুল্লাহ। তবে টীম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে যথার্থই মনে করছেন সাব্বিরÑ‘এটা দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। (মিরাজকে) দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানজমেন্টের সিদ্ধান্ত ছিল। এখানে কারোর ব্যক্তিগত কোনো দোষ নেই। ব্যক্তিগতভাবে নেওয়ারও কিছু নেই। এটা দলীয় খেলা দলের ম্যানেজমেন্টই এই সিদ্ধান্ত নিয়েছে।’



 

Show all comments
  • ফিরোজ খান ১১ নভেম্বর, ২০১৬, ১১:৩৯ এএম says : 0
    কোন দলেরই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় ঢাকা ডায়নামাইটস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ