Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সেস ডায়নার সৎমা মারা গেছেন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের প্রয়াত রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়নার সৎমা কাউন্টেস রাইন স্পেন্সার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ডায়নার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকদিন অসুস্থ থাকার পর অভিজাত বংশীয় এই নারী শুক্রবার তার লন্ডনের বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। প্রখ্যাত রোমান্টিক ঔপন্যাসিক ডেম বারবারা কার্টল্যান্ডের একমাত্র সন্তান স্পেন্সার। শৈশব থেকে তার বেড়ে ওঠা এবং বাকি সারাটা জীবন তিনি ইংল্যান্ডের অভিজাত মহলেই কাটিয়েছেন। প্রথম স্বামী গেরাল্ড লেজের ঘরে তার চার সন্তান জন্ম নেয়। ১৯৪৭ সালে তাদের বিয়ে হয়। ১৯৭০-এর দশকে ডায়নার পিতা আর্ল জন স্পেন্সারের সঙ্গে তার পরিচয় ঘটে এবং ১৯৭৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডায়নার বয়স তখন ১৫ বছর।
ডায়নার সঙ্গে রাইনের সম্পর্ক আন্তরিক ছিল না। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে ডায়নার বিয়ে হয়। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিন্সেস ডায়নার সৎমা মারা গেছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ