Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিটিএসের ‘ডায়নামাইট’-এর ভিউ ১৩০ কোটি ছাড়িয়েছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

কে-পপ সুপারব্যান্ড বিটিএসের সাম্প্রতিক গান ‘ডায়নামাইট’-এর মিউজিক ভিডিও ইউটিউবে ১৩০ কোটি ভিউ ছাড়িয়েছে। গানটি প্রায় একবছর আগে মুক্তি পায়। গত সপ্তাহে গানটির ভিউ ১৩০ কোটি ছাড়িয়ে যায়। বিগ হিট মিউজিকের উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানিয়েছে। সাত সদস্যের দক্ষিণ কোরীয় ব্যান্ডের এটি তৃতীয় গান যেটি ১৩০ কোটি ভিউ ছাড়িয়েছে। আগের দুটি গান হল- ‘ডিএনএ’ এবং ‘বয় উইথ লাভ’। ইউটিউবে বিটিএসের ৩৫টি মিউজিক ভিডিও আছে যেগুলো ১০ কোটির বেশি করে ভিউ হয়েছে। ‘ডায়নামাইট’ ব্যান্ডটির প্রথম ইংরেজি ভাষার গান। গানটি দক্ষিণ কোরীয় কোনও ব্যান্ডের প্রথম সিঙ্গল যেটি ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ চার্টে শীর্ষে স্থান পেয়েছে। গানটির জন্য কে-পপ ব্যান্ডটি প্রথমবারের মত গ্র্যামি মনোনয়ন পেয়েছে। গত মাসে ‘ডায়নামাইট’ গানটি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকার পক্ষ থেকে ট্রিপল প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ