Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগার-দিশার গাড়ি আটক করলো মুম্বাই পুলিশ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১১:২৮ এএম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করেছেন সেই সকল রাজ্যের সরকার। মুম্বাইতেও চলছে লকডাউন। রাস্তায় চলছে কড়া নজরদারি। এর মাঝেই মুম্বাইতে লকডাউনের বিধি নিষেধ অমান্য করে পুলিশের জিজ্ঞাসার মুখে পড়লেন বলিউডের দুই জনপ্রিয় তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ।

মঙ্গলবার (১ মে) লকডাউন অমান্য করে গাড়ি চালানোর জন্য মুম্বাইয়ের ব্যান্ডস্টান্ড এলাকা থেকে আটক করা হল দিশা পাটানি ও টাইগার শ্রফকে। আটক করা হল তাদের গাড়িও। লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে ঘুরতে বের হওয়াতেই দিশা এবং টাইগারের গাড়ি আটকানো হয় বলে প্রাথমিক অনুমান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত টাইগার শ্রফ বা দিশা পাটানিকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

সূত্রের খবর, জিম থেকে ফিরছিলেন দিশা ও টাইগার। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিল গাড়ির পিছনে। সেখান থেকে ফেরার পথে ব্যান্ডস্টান্ডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন এই তারকা জুটি। আর তখনই মুম্বাই পুলিশের পক্ষ থেকে থামানো হয় তাদের গাড়ি। তবে পরে আধার কার্ড দেখানোর পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন টাইগার ও দিশা। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না তারা। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। চলতি বছর মার্চ মাসে টাইগারের জন্মদিনেও অভিনেতার পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল দিশাকে। প্রাইভেট ডিনারে টাইগারের মা ও বোন কৃষ্ণা শ্রফ ও আয়েশা শ্রফের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রেমিকা দিশাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ