Inqilab Logo

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মরক্কোর সামরিক অনুশীলনে যোগ দেয়নি স্পেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১১:১০ এএম

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মরক্কোর অধিকৃত অঞ্চল পশ্চিম সাহারায় অনুষ্ঠিতব্য সামরিক অনুশীলনে যোগ না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ সামরিক অনুশীলনটি ৭ থেকে ১৮ জুনের মধ্যে পশ্চিম সাহারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্পেন মনে করে, এ সামরিক অনুশীলনে যোগ দিলে মরক্কোর পশ্চিম সাহারা অধিগ্রহণকে স্বীকৃত দেয়া হবে।

এল পাইস সংবাদপত্র এ সামরিক অনুশীলনের বিষয়ে বলেছে, ‘স্পেনের সেনাবাহিনী আফ্রিকান লায়ন-২১ নামের এ সামরিক অনুশীলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। মরক্কো এ সামরিক অনুশীলনটি প্রতি বছর আয়োজন করে থাকে। প্রতিবছর বেশ কয়েকটি দেশ এ সামরিক অনুশীলনটিতে অংশ নেয়।’

স্পেন স্পষ্টতই এ সামরিক অনুশীলনে কোনো সামরিক পরিদর্শক পাঠাবে না। আরো ২০ দেশ এ সামরিক অনুশীলনে কোনো সামরিক সদস্য পাঠায়নি। স্পেনের সরকার বিশ্বাস করে, এ সামরিক অনুশীলনে স্প্যানিশ সৈন্যদের উপস্থিতি তাদের সাবেক উপনিবেশের ওপর মরক্কোর দখলদারিত্বকে স্বীকৃতি দেবে।

স্পেনের এ সামরিক অনুশীল বয়কটের ঘটনা তখনই ঘটল যখন স্পেন ও মরক্কোর মধ্যে কূটনীতিক সঙ্কট চলছে। বাদশাহ শাসিত মরক্কো মূলত স্পেনের পশ্চিম সাহারা নীতিকে নড়েবড়ে করে দেয়ার চেষ্টা করছে। মরক্কো স্পেনের অভ্যন্তরীণ বিষয়েও স্থক্ষেপ করছে। এ ছাড়া স্পেনকে রাজনৈতিক ও কূটনীতিকভাবেও আক্রমণ করছে এ পশ্চিম সাহারার বিষয়ে। পশ্চিম সাহারার প্রেসিডেন্ট ব্রাহিম ঘালিকে স্পেনে চিকিৎসাসেবা নেয়ার সুযোগ দেয়ার পর থেকে এ খারাপ সম্পর্কের সূচনা হয়।

সূত্র : মিডলইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ