Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুকের রেকর্ডে অ্যান্ডারসনের হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১৪ এএম


ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড এতদিন অ্যালিস্টার কুকের দখলে ছিল। তবে সাবেক ইংলিশ অধিনায়কের রেকর্ডে এবার ভাগ বসালেন পেসার জেমস অ্যান্ডারসন। ২০১৮ সালে অবসর নেওয়ার আগে দীর্ঘতম পরিসরের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে ১৬১ ম্যাচ খেলেছিলেন সাবেক ওপেনার কুক। গতকাল লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে সাবেক সতীর্থের রেকর্ড ছুঁয়ে ফেলেন অ্যান্ডারসন।
এই লর্ডসেই ২০০৩ সালের মে’তে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। এই ফরম্যাটে কুকের অভিষেক হয়েছিল তারও ৩ বছর পর। নিজের অভিষেক টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই ৫ উইকেট তুলে নিয়েছিলেন অ্যান্ডারসন। ওই ম্যাচটি ইনিংস ও ৯২ রানে জিতে যায় ইংল্যান্ড।
প্রথম পেসার হিসেবে ১৫০-এর বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডের মালিকও অ্যান্ডারসন। সেই সঙ্গে ৬১৪টি উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের জার্সিতে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক এবং সবমিলিয়ে প্রথম পেসার হিসেবে ৬০০-এর বেশি উইকেটশিকারি।
গতকাল কেন উইলিয়ামসনকে মাত্র ১৩ রানে ফিরিয়ে সেই টালিটাকে নিয়ে নিয়ে গেলেন ৬১৫-তে। টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক বরাবরই যেন একটু দুর্বল এই অ্যান্ডারসনের বলে। ৩৪৫ বল খেলে রান তুলেছেন ১৩৩। এর ফাঁকে আউট হয়েছেন ৭ বার! রিপোর্টটি লেখা পর্যন্ত (৫৬ ওভার শেষে) ৩ উইকেট হারিয়ে টস জিতে ব্যাট করতে নামা সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ১৫২। ফিফটি তুলে দলের বিপর্যয় সামাল দিচ্ছেন ডিন কনওয়ে (৭৭)। ১২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন হেনরি নিকোলস। ফিরে যাওয়া দুজন ওপেনার টম লাথাম (২৩) ও অভিজ্ঞ রস টেইলর (১৪)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যান্ডারসন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ