Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেয়ারস্টোর পর ব্রড, অ্যান্ডারসন

ইংল্যান্ড ২৯৮, শ্রীলঙ্কা ৯১!

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনটি যার কাঁধে ভর করে নিরাপদে পাড়ি দিয়েছিলো, সেই জনি বেয়ারস্টোতেই লড়াইয়ের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের শতকে আর আলেক্স হালেসের ৮৬ রানে ভর করে সবক’টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৯৮ রানের ‘বড়’ সংগ্রহ পায় অ্যালিস্টার কুকের স্বাগতিকরা। আগের দিনের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিকে এদিন ১৪১ পর্যন্ত এগিয়ে নেন অ্যালেক্স হেলস ও বেয়ারস্টো। বেয়ারস্টোর ১৮৩ বলের ইনিংসটি ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো।
হেডিংলিতে ৫ উইকেটে ১৭১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড গতকাল প্রথম ঘণ্টা কাটিয়ে দেয় নিরাপদেই। দ্বিতীয় ঘণ্টায় তিন উইকেটের পতন! ৫ উইকেটে ২২৪ থেকে নিমিষেই সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৩৩ রান। তবে ত্রাতা হিসেবে তখনও অবিচল বেয়ারস্টো। শ্রীলঙ্কার দাসুন শানাকা ও চামিরা তিনটি করে উইকেট নেন। প্রথম ইনিংসের জবাবে খেলতে নেমে অ্যান্ডারসন-ব্রড তোপে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। মাত্র ১২ রান তুলতেই হারিয়ে ফেলে তিন ওপেনার করুনারতেœ (০), সিলভা (১১), মেন্ডিসকে (০)। পরে অধিনায়ক মেথ্যুজ কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও থামেন ৩৪ রানে। এর পর থিরিমান্নেও এগুতে পারেননি বেশিদূর, কাটা পড়েন ২২ রানে। বাকিাদের আসা-যাওয়ার ৩৬.৪ ওভার স্থায়ী লঙ্কান ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯১ রানেই। অ্যান্ডারসন ১৬ রানে নেন ৫ উইকেট, আরেক পেসার ব্রডের শিকার ২১ রানে ৪টি। তৃতীয় সেশনের খেলা তখনও বাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেয়ারস্টোর পর ব্রড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ