নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অ্যান্ডারসন যখন নামলেন, তখন এক অনন্য রেকর্ড ছুঁয়ে ফেলল তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৩ সালের ২২ মার্চ অভিষেক হয়েছিল এই পেসারের। আর গতকাল তিনি দেশের মাঠে নামলেন ১০০তম টেস্ট ম্যাচ খেলতে। সেটিও আবার তার কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের মাঠে (ওল্ড ট্র্যাফর্ডে)। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকার ভারতে খেলেছিলেন ৯৪টি টেস্ট। এই ম্যাচ শুরু হওয়ার আগে ভীষণ চাপে থাকা ইংল্যান্ডকে প্রথম উইকেটটি পেয়ে স্বস্তি এনে দেন চল্লিশ পার করা অ্যান্ডারসনই। টসে জিতে মেঘাছন্ন আকাশে ব্যাটিংয়ের সিধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। বোলিং অলরাউন্ডার মার্কো জানসেনের পরিবর্তে স্পিনার সিমন হারমারকে নিয়ে মাঠে নামে প্রোটিয়ারা। তবে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এদিন মুখ থুবড়ে পড়ে সফরকারী ব্যাটিং অর্ডার। প্রোটিয়াদের প্রথম ৮ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ১০৮ রানের মধ্যেই। রাবাদার ৩৬ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৫১ রানের পুঁজি পায় প্রথম ইনিংসে। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মাঝে কিগান ও ভেরেইনে দুজনেই করেন ২১ রান। ৩টি করে উইকেট পান অ্যান্ডারসন ও ব্রড। এদিকে ঘরের মাটিতে ১০০ টেস্ট খেলে অ্যান্ডারসনের উইকেট এখন ৪২৩ (মোট ৬৬১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।