Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুইয়েই সাকিব, মুমিনুল ২৩ প্রথমবারের মত শীর্ষে অ্যান্ডারসন

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চারদিনে শেষ হওয়া ডারহাম টেস্টে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক জেমস অ্যান্ডারসন। প্রথম টেস্টেও দুই ইনিংসে ৫টি করে মোট ১০ নিয়ে শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারানোর অন্যতম নায়ক ছিলেন তিনি। দুই টেস্টে মিলে ১৮টি উইকেট নেওয়ায় তার র‌্যাংকিংয়ে যোগ হয়েছে ৭৯ পয়েন্ট। অসাধারণ এই নৈপূণ্যের ফলে বোলিং র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও ভারতীয় স্পিনার রভিচন্দ্র আশ্বিনকে টপকে প্রথমবারের মত টেস্ট বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন অ্যান্ডারসন। এমন দিনে ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে সাড়ে চারশ ইউকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে অভিষেক হয় তার। ১১৫ ম্যাচে ২১৬ ইনিংসে ৩৩ বছর বয়সী ডানহাতি পেসারের মোট শিকার ৪৫১টি।
অ্যান্ডারসনের (৮৮৪) চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আশ্বিন, দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেওয়া ব্রডের সাথে আশ্বিনের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। শীর্ষ পাঁচে এরপরে আছেন যথাক্রমে ইয়াসির শাহ ও ডেল স্টেইন। বাংলাদেশী হিসেবে সবার ওপরে সাকিব আল হাসান। ৬১৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে তিনি। তবে ব্যাটিং র‌্যাংকিংয়ে কোন পরিবর্তন আসেনে। যথারীতি শীর্ষেই আছেন স্টিভেন স্মিথ; এরপরেই আছেন রুট, উইলিয়ামসন, অমলা ও ইউনুস খান। ডারহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার কল্যাণে ৩৫ নম্বর থেকে এক লাফে ১২ নম্বরে উঠে এসেছেন মঈন আলী। সেরা বাংলাদেশী হিসেবে এই তালিকার ২৩ নম্বরে মোমিনুল হক। এছাড়া অল-রাউন্ডার লিস্টেও ষষ্ঠ অবস্থানে উঠে এসছেন মঈন। এই তালিকার শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে আশ্বিন, সাকিব-আল হাসান, স্টুয়ার্ট ব্রড, ভেরন ফিলেন্ডার ও বেন স্টোকস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ