Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফল্য লাভে অনুপম খেরের সূত্র : পরেশ রাওয়ালের সমর্থন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০২ এএম

অনুপম খের মাঝে মাঝেই তার টুইটার হ্যান্ডেলে জ্ঞানের কথা বিলিয়ে থাকেন আর তার এই বানিকে সমর্থন করেছেন পরেশ রাওয়াল। স¤প্রতি অভিনেতা অনুপম খের ভক্তদের সাফল্য লাভের জন্য পরামর্শ দিয়ে টুইট করেন, ‘সফল হবার জন্য প্রথমে জেতার শপথ নেবার আগে ‘কখনও হার না মানার শপথ নিতে হবে।’ অভিনেতার শতশত ভক্তে তার এই পরামর্শের জন্য তাকে ধন্যবাদ দিয়ে টুইট করেছেন। যারা অনুপমকে সমর্থন করেছেন তার মধ্যে একজন হলেন আরেক অভিনেতা পরেশ রাওয়াল; তিনি মূল টুইটটি রি-শেয়ার করে মন্তব্য করেছেন : ‘সত্য বচন (সত্য কথা)।’ দুই অভিনেতাই সোশাল মিডিয়াতে খুব সক্রিয় এবং তারা ভক্তদের জন্য তাদের সুচিন্তিত মত এখানে শেয়ার করে থাকেন। কর্মক্ষেত্রে খের স¤প্রতি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যাপি বার্থডে’র জন্য নিউ ইয়র্কে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন। এর আগে অহনা কুমরার সঙ্গে তিনি ২০১৯ সালের ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ অভিনয় করেছেন। খেরের আসন্ন চলচ্চিত্রের মধ্যে আছে ‘দ্য লাস্ট শো’, ‘মুঙ্গিলাল রকস’ এবং ‘কাশ্মীর ফাইলস’। রাওয়ালকে আগামীতে শিল্পা শেট্টি, মীযান এবং প্রণীতা সুভাসের সঙ্গে ‘হাঙ্গামা টু’তে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ