Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাধে’র বাদ পড়া দৃশ্য নেটমাধ্যমে ফাঁস করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:৩৭ পিএম

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর অদেখা কিছু দৃশ্যের ঝলক ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী ন্যান্সি জৈন। ছবিতে সালমানের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

ন্যান্সির দেওয়া ছবিগুলিতে সালমান ছাড়াও দেখা যাচ্ছে জারিনা ওয়াহাব এবং বীরেন্দ্র সাক্সেনাকেও। ‘রাধে’-তে সালমান আর ন্যান্সির মা এবং বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। ন্যান্সির দেওয়ালে যে দৃশ্যগুলির ছবি দেখা যাচ্ছে, মূল ছবিতে সেগুলো দেখা যায়নি। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিগুলি আমার ভীষণ প্রিয়। আমার মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই ছবি থেকেই আমার যাত্রা শুরু হয় এবং এখন আমি আপনাদের ভালবাসা এবং সমর্থন পেতে শুরু করি। স্বপ্নেও ভাবিনি আমি এতকিছু পাব। আশা করি ভবিষ্যতেও ঈশ্বর আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ পাব।’

গত ১৩ মে মুক্তি পেয়েছে প্রভুদেবা পরিচালিত ‘রাধে’। দীর্ঘদিন পর সালমান পর্দায় এলেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এমনকি সালমানের বাবা সেলিম খানেরও পছন্দ হয়নি এই ছবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ