প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘হুবহু ঐশ্বর্য’ বা ‘নকল ঐশ্বর্য’— এই নামেই পরিচিত ছিলেন বলিউডে। কারও মতে, সেই কারণেই বেশি দিন ছবির জগতে টিকতে পারলেন না অভিনেত্রী। যদিও সালমান খানের হাত ধরেই বলি-পাড়ায় প্রবেশ, তাতেও দর্শক তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন। সেই স্নেহা উলালের নতুন ছবিতে ফের উত্তাল নেটমাধ্যম।
কনে সাজে তাঁর নতুন সাদা কালো ছবি মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শুধু স্নেহার ছবি নয়, সঙ্গে ঐশ্বর্যের ছবিও বসানো হয়েছে পাশে। ‘যোধা আকবর’-এ ঐশ্বর্যের ‘যোধাবাই’ সাজের একটি ছবির সঙ্গে মিলিয়ে দিলেন নেটাগরিকরা। স্নেহার লেখা থেকে জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনের জন্য সেই ছবি তোলা হয়েছে। এত বছর পরেও ‘নকল ঐশ্বর্য’-এর পরিচয় বহন করতে হচ্ছে তাঁকে। নেটাগরিকরা তাঁকে তাঁর আসল নাম ধরে সম্বোধন না করে বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বলেই ডাকছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।