প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
'পার্টনার' সুপারহিট হওয়ার পরে তাঁর কাছে ফের একটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন সালমান খান। তবে বন্ধুর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ। সম্প্রতি,এক সাক্ষাৎকারে এই খবর জানালেন স্বয়ং গোবিন্দ।
বড়পর্দায় সালমান খান এবং গোবিন্দ একসঙ্গে হাজির হওয়ামাত্রই তাঁদের সাদরে গ্রহণ করেছিল দর্শকের দল। বক্সঅফিস থেকে দর্শকদের হৃদয়, দু'জায়গাতেই তাঁদের জুটি দাপিয়ে বেরিয়েছে। ছোটপর্দাতেও বিভিন্ন অনুষ্ঠানে যখন একসঙ্গে হাজির হয়েছে এই দুই 'পার্টনার', চটজলদি টিআরপি বেড়েছে সংশ্লিষ্ট চ্যানেলের অনুষ্ঠানের। যখনই তাঁদের ফের একসঙ্গে কাজ করার জল্পনা শোনা যায়, আগ্রহ নিয়ে সেইদিকেই তাকিয়ে থাকেন তাঁদের ফ্যানের দল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছেন 'পার্টনার' সুপারহিট হওয়ার পরে তাঁর কাছে ফের একটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন সালমান।
সুপারহিট মারাঠি ছবি 'শিক্ষানাচায়া আইচা ঘো'-র হিন্দি রিমেকের পরিচালনা করার দায়িত্বে ছিলেন প্রখ্যাত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকার। সালমানের পরিকল্পনা ছিল সেই ছবিতেও তিনি এবং গোবিন্দ একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। আগ্রহ প্রকাশ করেছিলেন 'হিরো নম্বর ওয়ান '-ও। তবে ছবির গল্প ও চিত্রনাট্য শোনার পর তা মনে ধরেনি 'ভাইজান'-এর 'পার্টনার'-এর। তাই বন্ধুর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে গোবিন্দ বলেছেন,' সত্যি কথা বলতে কী ছবির গল্পটাই আমার মনে ধরে নি। গল্পের মূল প্লটটাই আমার কাছে বিশ্বাসযোগ্য লাগেনি। মারাঠিতে যদিও ছবিটি সুপারহিট তা সত্ত্বেও ছবির গল্প আমাকে মুগ্ধ করেনি।'
এখানেই না থেমে গোবিন্দ আরও বলেন যে এটা ঠিক যে তিনি এখন কাজের জন্য 'অপেক্ষা' করে রয়েছেন। তবে তার মানে এই নয় যে যে কাজের প্রস্তাব আসে তাতেই তিনি হ্যাঁ বলবেন। বিশেষ করে ছবির গল্প,চিত্রনাট্য যদি তাঁর হৃদয়কে না ছুঁয়ে যায় তবে সেই ছবিতে কাজ করতে তিনি অপারগ। নিজের বক্তব্যের শেষে অভিনেতার বক্তব্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তাঁর এবং সালমানের সম্পর্কে কোনোরকম অবনতি হয়নি। তাছাড়া তিনি এবং সালমান যে বাণিজ্যিক ছবির জন্যই উপযুক্ত সেকথাও মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি।অন্যদিকে, মহেশ মাঞ্জরেকারকেও তাঁর বন্ধু হিসেবেই ব্যক্ত করেছেন গোবিন্দ। বলেন,'ভবিষ্যতে ছবির গল্প পছন্দ হলে অবশ্যই মহেশের নির্দেশনায় কাজ করব।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।