Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সে পুলিশের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৩:৩৪ পিএম

ফ্রান্সে সুরক্ষাবাহিনীর নিরাপত্তা জোরদারের দাবিতে জাতীয় পরিষদের সামনে বিক্ষোভ করেছে শত শত পুলিশ। বৃহস্পতিবার প্যারিসে এ বিক্ষোভ কর্মসূচীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও নিন্দা জানান তারা।
পুলিশ ইউনিয়ন অভিযোগ করেছে, ইম্যানুয়েল সরকার তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে প্রায়ই আক্রমণের শিকার হচ্ছে নিরাপত্তাবাহিনী।
গত মাসে পুলিশ স্টেশনের বাইরে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার পর মাসব্যাপী চলছে এ বিক্ষোভ। পুলিশের সমর্থনে বিক্ষোভে যোগ দেয় সাধারণ মানুষও।
যদিও ফ্রান্সের মানবাধিকার সংস্থা ও সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে বলছে, পুলিশের হাতে প্রায়ই বর্বরতার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ বিক্ষোভ পরবর্তী বছরের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এক জরিপে দেখা গেছে, সামনের বছরের নির্বাচনে অর্ধেকের বেশি নিরাপত্তাবাহিনী ভোট দিবে ম্যাক্রনের প্রতিদ্বন্দী লি পেনকে। সূত্র : দি নিউইয়র্ক টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ