Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাওকতের সময়কার অভিজ্ঞতা শেয়ার করলেন শ্রুতি হাসান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৯:২৪ এএম

আবহাওয়াবিদদের আশঙ্কা মতোই সোমবার গুজরাট ও মুম্বাই উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তাওকত। ঝড়ের সময়কার ভয়াবহ ছবি সামনে আনলেন অভিনেত্রী শ্রুতি হাসান। ইনস্টাগ্রাম স্টোরিতে তাওকতের সময় তোলা ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়েছেন এই ভয়ঙ্কর সময়ে তিনি বাড়িতে একা ছিলেন না বলে।

শ্রুতি লিখেছেন, ‘ঝড় থামার নাম নিচ্ছিল না। মনে হচ্ছিল আমার জানলা উড়ে চলে যাবে। আগের লকডাউনের মতো আমি এবার বাড়িতে একা ছিলাম না এটাই রক্ষে।’

প্রায় ১১৪ কিমি বেগে মুম্বাইয়ের ওপর আছড়ে পড়েছিল তাওকত। ফলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, ক্ষয়ক্ষতিও প্রচুর। বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান পরিষেবাও।

প্রসঙ্গত, এবারের লকডাউনে প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে রয়েছেন অভিনেত্রী। নিজেদের নানা খুটিনাটি বিষয়াদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ