Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে পা রাখতে অনেক বছর লেগেছে : এলনাজ নরুজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

নন্দিত ওয়েবসিরিজ ‘সেক্রেড গেইমস’ দিয়ে এলনাজ নরুজির বলিউড যাত্রা শুরু হয়। অভিনেত্রী জানান বহিরাগত বলে তার ধারণা ছিল কখনই তিনি বলিউডে প্রতিষ্ঠা পাবেন না। ‘সবচেয়ে কঠিন ছিল এই জগতে প্রবেশ করা। পা রাখতেই অনেক বছর লেগে গেছে। বহিরাগত বলে আমি ভাবতেই পারিনি এই ঘটনা ঘটবে। এই যাত্রা এখনও চলছে, অচিরেই সব বাধা শেষ হবে এমন নয়, তবে অবস্থা বদলাচ্ছে,’ এলনাজ বলেন। সর্বশেষ এলনাজকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের ‘হ্যালো চার্লি’ চলচ্চিত্রে। একজন দর্শক হিসেবে তিনি মনে করেন ওটিটিই হল ভবিষ্যৎ, তবে অভিনয়শিল্পী হিসেবে তার মূল্যায়ন ভিন্ন। ‘দর্শক হিসেবে আমার বিশ্বাস ওটিটি হল ভবিষ্যৎ, ‘সেক্রেড গেইমস’-এর কাজ করার সময়ই আমি তা বলতাম। আরও বেশি দর্শক ওটিটির কন্টেন্ট উপভোগ করছে। সিনেমার আকর্ষণ সবসময় থাকবে। সিনেমাহল খুললে আমিও সেখানে যাব,’ ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী বলেন। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে সিনেমা বা ওটিটি কোথায় আসাকে দেখান হল তাতে আমার কোনও আলাদা পছন্দ নেই, শেষ কথা হল আমরা ফিল।মে কাজ করি দর্শকরা কোথায় দেখবে সেটি তাদের হাতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ