Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে ছুরিকাঘাতে তিনজনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৬:০১ পিএম

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়েকাতেরিনবুর্গে ছুরি হামলার এক ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরটির একটি রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা টিএএসএস।

মদ্যপ এক ব্যক্তি কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে হামলা চালালে ওই তিনজনের মৃত্যু হয়। খবর তাস ও আরব নিউজের।
পুলিশ জানিয়েছে, ছুরিসহ ওই হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মদপান নিয়ে তর্কাতর্কির সময় ওই তিনজনকে কুপিয়ে হত্যা করে আটক ব্যক্তি।
ইয়েকাতেরিনবুর্গের অর্থনীতির আকার, সংস্কৃতি, পরিবহন ব্যবস্থা ও পর্যটনের জন্য উরাল ফেডারেল ডিস্ট্রিক্টের এই প্রধান শহরটিকে রাশিয়ার ‘তৃতীয় রাজধানী’ বলা হয়। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ