মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়ে নতুন এক খোলা চিঠিতে সই করেছেন প্রায় ৭৫ হাজার সেনা। বিবিসি জানায়, দেশটির একটি ডানপন্থি ম্যাগাজিনের ওয়েবসাইটে রোববার এই চিঠি পোস্ট হয়। চিঠিটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের সই আছে বলেও দাবি করা হয়েছে। চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, তিনি ইসলামপন্থাকে ‘ছাড়’ দেয়ায় দেশের অস্তিত্ব বিপন্ন। গত মাসেও একই ম্যাগাজিনে একইরকম ভাষায় খোলা চিঠি দিয়ে সতর্ক করে বলা হয়েছিল, দেশে গৃহযুদ্ধের দামামা বাজছে। ফ্রান্সের আধা-অবসরপ্রাপ্ত জেনারেলরা এ চিঠি প্রকাশ করেছিলেন। যার সমালোচনা করেছিল ফ্রান্স সরকার। ফরাসি সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি তখন বলেছিলেন, ফ্রান্সের আইনে বিশেষ বাহিনীর সদস্য বা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্বরত অবস্থায় জনসম্মুখে ধর্ম বা রাজনীতি নিয়ে নিজেদের মত প্রকাশ নিষিদ্ধ। ফলে এই আইনে জেনারেলদের সাজা হতে পারে। তবে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চলা কট্টর-ডানপন্থি প্রার্থী মেরিন ল্য পেন এপ্রিলের ওই খোলা চিঠিতে সই করা প্রায় এক হাজার সেনাসদস্যদের পক্ষে কথা বলেছেন। এবার নতুন পাঠানো চিঠিটিতে সেনারা তাদের পরিচয় প্রকাশ না করেই সই করেছেন এবং দেশের অস্তিত্বের স্বার্থে এতে জনগণের সমর্থন চেয়েছেন। চিঠিতে সই করা সেনারা নিজেদের সেনাবাহিনীর তরুণ প্রজন্ম বলে পরিচয় দিয়েছেন। যারা আফগানিস্তান, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দায়িত্ব পালন করেছেন বা দেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।