প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শ্যুটিংয়ে যাওয়ার ব্যস্ততা নেই। নেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলার তাড়া। বলিউড তারকাদের জীবনে এখন অফুরন্ত অবসর। অতিমারির কারণে আরও অনেকের মতোই গৃহবন্দি সোনাক্ষী সিনহা। এই বন্দিদশায় নাকি এখন অভ্যস্ত তিনি।
শনিবার একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। অভিনেত্রীর পরনে ধূসর রঙের ট্যাঙ্ক টপ। চুল খোলা। বিবরণীতে লিখেছেন, ‘এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, যেখানে ঘরে থাকাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে’। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন ‘#করোনাভাগাও’, ‘গেটভ্যাক্সিনেটেড’-এর মতো হ্যাশট্যাগ। অভিনেত্রীর এই ছবিতে লাইকের সংখ্যা ২ লক্ষেরও বেশি। মন্তব্য বিভাগে অনুরাগীরা ভালবাসা জানিয়েছেন তাঁকে।
পরিচালক জোয়া আখতারের সঙ্গে একটি ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেছেন সোনাক্ষী। এ ছাড়াও ভবিষ্যতে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটছে অভিনেত্রীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।