প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাইক্রো ব্লগিং সাইটের নিয়ম লঙ্ঘনের অভিযোগে কঙ্গনা রানাউতের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হতেও হাল ছাড়েননি অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে ফের বিষ্ফোরণ ঘটিয়েছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে নির্বাচনের পরে বাংলার মানুষের দুর্দশার কথা বলেছেন। তিনি আরো বলেছেন, টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে তার কিছুই যায় আসে না কারণ তার কাছে অন্য মাধ্যম রয়েছে।
ভিডিও বার্তায় কান্নাভেজা গলায় কঙ্গনা বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি বাংলা থেকে খুবই অস্বস্তিকর ছবি, ভিডিও প্রকাশ্যে আসছে। প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু কেউ কিছু বলছে না। কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবরগুলো প্রকাশ্যে আনছে না। আমি জানি না ভারতের বিরুদ্ধে এরা কি ষড়যন্ত্র করছে। হিন্দু রক্ত কি এতই সস্তা? কারণ এটা খুবই অস্বাভাবিক যা ঘটছে।’
তিনি আরো প্রশ্ন তুলেছেন, ‘দেশদ্রোহীরা কি এবার দেশ চালাবে? জওহরলাল নেহরু বারো কা আটবার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। ইন্দিরা গান্ধী পঞ্চাশ বার, মনমোহন সিং দশ বারো জারি করেছিলেন তাহলে আমরা কাকে ভয় পাচ্ছে? দেশটাকে কি এবার এই দেশদ্রোহীরা চালাবে? সরকারকে আবেদন জানাই যত দ্রুত সম্ভব এই গণহত্যা বন্ধ করুন।’
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিতর্কিত টুইটের জেরেই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। ট্যুইটারে নিয়মবিধি ভঙ্গ করে, সেই টুইটে হিংসা ছড়ানোর বার্তা দেন অভিনেত্রী। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাবণ' আবার কখনও টেনে আনেন এনআরসি ও সিএএর প্রসঙ্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।