Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিতাভের সঙ্গে কাজ করতে চান ইরফান-পুত্র বাবিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩২ এএম

বলিউডে অভিষেক করতে চলেছেন ইরফান-পুত্র বাবিল । অনুশকা শর্মা প্রযোজিত 'কালা' ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আনভিতা দত্ত পরিচালিত এই ছবিতে বাবিলের সঙ্গে দেখা যাবে 'বুলবুল'-খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় 'পিকু' ছবি থেকে নেয়া একটি ছবি পোস্ট করে ভবিষ্যতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান বলে জানালেন প্রয়াত অভিনেতা ইরফান খান পুত্র বাবিল। তিনি লিখেছেন, তার স্বপ্ন সুদূর ভবিষ্যতে 'বিগ বি'-র সঙ্গে কাজ করা।

সম্প্রতি, 'পিকু' ছবি থেকে অমিতাভ ও প্রয়াত ইরফানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 'পিকু'-র শ্যুটিংয়ের ফাঁকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ ও ইরফান জড়িয়ে রয়েছেন পরস্পরকে এবং অমিতাভের গালে স্নেহচুম্বন এঁকে দিচ্ছেন ইরফান। ছবির সঙ্গে ক্যাপশনে বাবিল লেখেন যে সোশ্যাল মিডিয়ায় কটু কথা শুনে তার রাগ হলেও আজকাল দ্রুত তা কাটিয়ে ফেলেন তিনি। কারণ তিনি উপলব্ধি করেছেন তার 'বাবা'-র ফ্যানরা দয়ালু ও তাকে ঠিক কতটা ভালোবাসেন, তাই 'হেটার্স'-দের কুরুচিপূর্ন সব মন্তব্যে তিনি আর গুরুত্ব দেন না।

এখানেই না থেমে 'ইরফান-পুত্র' আরও লেখেন যে তিনি আপ্রাণ চেষ্টা করবেন যেন নিজের কাজ ও ধৈর্য্য দিয়ে একদিন তিনি তার 'বাবা'-র ভক্তদের গর্বিত করবেন। তার জন্য যতদূর পরিশ্রম করতে হয়,তিনি তা করবেন। বক্তব্যের শেষে বাবিল নিজের একটি স্বপ্নের কথাও ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, সুদূর ভবিষ্যতে অমিতাভ বচ্চনের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান। উল্লেখ্য, বাবিলের আপকামিং ছবি 'কালা'-র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশংসাও করেছেন 'বিগ বি'।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় তার বাবা প্রয়াত অভিনেতা ইরফান খানের নানান অদেখা মুহূর্তের ছবি পোস্ট করতেন বাবিল। সঙ্গে জুড়তেন লেখাও। বলাই বাহুল্য, ইরফান ভক্তদের মধ্যে সেসব ছবি ও পোস্ট অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে সম্প্রতি হঠাৎ করেই ইরফানের ছবি নতুন করে পোস্ট করে দেন বাবিল।

সেই বিষয়ে সদ্য মুখ খুলে 'ইরফান পুত্র' জানিয়েছেন, নেটিজেনদের একাংশ তাকে এইসব পোস্টকে কেন্দ্র করে কুরুচিপূর্ন আক্রমণ করেছে। বাবিলের বিরুদ্ধে তাদের অভিযোগ, সে নাকি তার মৃত বাবার জনপ্রিয়তাকে 'ব্যবহার' করে নিজের 'স্বার্থসিদ্ধি' করছেন। স্বাভাবিকভাবেই এই কথার প্রতিবাদ করে বাবিল জানিয়েছেন যে তিনি তার 'বাবা'-র ছবি ও সে সম্পর্কিত নানান লেখা পোস্ট করেন শুধুইমাত্র ইরফানের ফ্যানদের একটু আনন্দ দিতে পাড়ার উদ্দেশ্যেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ