Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কের মুখে ‘মিসেস ওয়ার্ল্ড’ ক্যারোলাইনের খেতাব বর্জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৩:৩৬ পিএম

চলতি মাসের শুরুতে ‌‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব-জয়ীর মুকুট ছিনিয়ে নিয়ে বিতর্কিত হয়েছিলেন ২০২০ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ ক্যারোলাইন জুরি। সেই ঘটনার জেরে এবার নিজের খেতাব বর্জন করেছেন তিনি।

কয়েকদিন আগে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মুকুট ছিনিয়ে নিয়ে বিতর্কে জড়ান তিনি। এরপর পুষ্পিকার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হন ক্যারোলাইন। পরে তিনি জামিন পান। এরপর গত মঙ্গলবার ‘মিসেস ওয়ার্ল্ড’র আয়োজক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ক্যারোলাইন জুরি স্বেচ্ছায় খেতাব ত্যাগ করেছেন। এটি তার নিজের সিদ্ধান্ত।

এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু কিছুক্ষণ পর মঞ্চে ওঠে ক্যারোলাইন দাবি করেন ‘ডিভোর্সি নারী’কে বিজয়ী করা হয়েছে, যা প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন। এরপর অপমানজনকভাবে পুষ্পিকার মাথা থেকে মুকুট ছিনিয়ে নেওয়া হয়। ওই সময় মুকুট খুলতে কয়েকজনের বেশ বেগ পেতে হয়, মাথায় আঘাত পান পুষ্পিকা।

আয়োজকেরা শিগগিরই জানতে পারেন পুষ্পিকা স্বামী থেকে আলাদা থাকলেও তাদের ছাড়াছাড়ি হয়নি। এরপর তার খেতাব ফিরিয়ে দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এ ঘটনায় পুষ্পিকার মামলার জেরে গ্রেপ্তার হন ক্যারোলাইন। শ্রীলঙ্কার অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতার আসর এই ‘মিসেস শ্রীলঙ্কা’। এ আয়োজনের দর্শক সারিতে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রী।

ক্যারোলাইন খেতাব বর্জন করায় রানার-আপ আয়ারল্যান্ডের কেট স্নাইডার হচ্ছেন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’। তবে এ বিষয়ে ক্যারোলাইনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স্।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ