Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী শিক্ষক সুমিসহ পিতার জামিনে মুক্তিলাভ

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৮:২৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে ঢাকার বাসিন্দা মো. আজিজুল হক ওরফে মাসুদ (৩৮) হত্যা মামলার এজাহারভূক্ত আসামী শিক্ষিকা নুরুন্নাহার সুমি ওরফে মায়া (৩১) ও তার বাবা মো. শহিদুল বিশ্বাস (৫৯) জামিনে মুক্তি পেয়েছেন।আসামী পক্ষের বিজ্ঞ কৌশলী মোঃ আল আমিন বাকলাই বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী পক্ষে সরকারি কৌশলী ছিলেন পিপি আব্দুল মান্নান রসুল।

ঝালকাঠি জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহিদুল্লাহ আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ২ ঘটিকায় ভার্চুয়াল আদালতে এ রায় প্রদান করেন।উল্লেখ-২০২০ সনের ২৭ নভেম্বর শুক্রবার পৌনে নয়টায় রাজাপুর হাইজাক মোড় এলাকায় হাজি মঞ্জিল নামে বাড়ির সামনের রাস্তার উপরে ঢাকার ব্যবসায়ী আজিজুল হক (৩৮) কে রক্তাক্ত মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং এ ঘটনায় মামলা হয়।মামলা নং ২১ তারিখ ২৮ নভেম্বর রাতে ধারা ৩০২(৩৪)। পুলিশ মামলার এজাহার ভুক্ত দুই আসামি মনোহরপুর মাধ্যমিক স্কুল এর শিক্ষিকা নুরুন্নাহার সুমি ওরফে মায়া (৩১) ও তার বাবা মো. শহিদুল বিশ্বাস (৫৯) কে ২০২০ মেন ২৮ নভেম্বর গ্রেফতার করে পুলিশ।
আজ ২০ এপ্রিল মঙ্গলবার দায়রা জজ আদালতে শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

নিহত আজিজুল হক এর গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ধোনাই গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ