Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মুক্ত হয়েই প্লাজমা ডোনেশনে ভূমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১১:০৪ এএম

করোনার ঝড় কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এবার করোনা থেকে মুক্তি পেয়ে নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নোট পোস্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার ফ্যান এবং ফলোয়ার্সদের প্রতি। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্যানদের উদ্দেশ্যে জানান চিকিৎসার জন্য কোনও সাহায্যের জন্য তারা ডিরেক্ট মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে।

ভূমি লেখেন, ‘আমাদের দেশ জুড়ে কোভিড ১৯–এর সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে চলেছি, আমি জানাতে চাই চিকিৎসা সরবরাহ এবং প্লাজমা দানের জন্য প্রচেষ্টা শুরু করছি। প্লাজমা দাতাদের এই উদ্যোগে সামিল করতেও চলেছি’।

তিনি জানান, প্রতিদিন প্লাজমা দাতাদের ফোন নাম্বার শেয়ার করবেন। কিন্তু অনেক সময়ে তাতে এমন কিছু নাম্বার থাকতে পারে যা ভুঁয়ো। তাই যদি কোনও মানুষ এমন কোনও তথ্য যা অমূলক এবং ভুঁয়ো নাম্বার পান তবে দয়া করে যেন তারা অভিনেত্রীকে জানান, তাহলে ভূমি তাৎক্ষণিকভাবে নাম্বারটিকে ডিলিট করে ফেলতে পারবেন।

ভূমি আরও লেখেন, ‘এই উদ্যোগটি আমাদের সামনে যে বিশাল লড়াইয়ে আসতে চলেছে তাতে আমার ছোট অবদান। দয়া করে ধৈর্য ধরুন এবং আশা হারাবেন না! আমরা একসঙ্গে রয়েছি। ভালবাসা, ভূমি।’

উল্লেখ্য চলতি মাসের ৫ তারিখে কোভিডে আক্রান্ত হন ভূমি। আর ১৭ তারিখে তার রিপোর্ট নেগেটিভ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ