Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় লক্ষ মৃত্যু ছাড়িয়ে গেল ফ্রান্স!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৬:১২ পিএম

ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার বেড়ে এক লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০০ জন প্রাণ হারানোয় এ সংখ্যা এক লাখ অতিক্রম করলো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। মাত্র একদিন আগে বুধবার মহামারির শুরু থেকে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছিল। -এডিটরজি.কম, ওয়াল্ডোমিটার

যুক্তরাজ্য ও ইতালির পর করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করা ইউরোপে তৃতীয় দেশ হচ্ছে ফ্রান্স। করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি দেশ। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। বর্তমানে ফ্রান্স কনোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলা করছে। দেশটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা পাঁচ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ