বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গত ১০ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫ জন ভর্তি হয়েছে এবং ২৭জন সুস্থ হয়ে ছাড়পত্র হাসপাতাল ত্যাগ করেছেন। রাজাপুর স্বাস্থ্য বিভাগের ইনডোর থেকে এ তথ্য পাওয়া গেছে। রাজাপুর ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপে হাসপাতালে বারান্দার ফ্লোরে স্থান দিতে হচ্ছে।
রাজাপুর উপজেলার হাসপাতাল সংলগ্ন মিল্লাদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন ২টি পরিবারের ৮ জন তরমুজ খাওয়ার পর থেকে পাতলা পায়খানা ও বমি নিয়ে রাজাপুর হাসপাতালে ভর্তি আছে।
জনৈক ভর্তি রোগী গোলেনুর বলেন, আমি ও আমার মেয়ে পাশের বাড়ি থেকে দেয়া তরমুজ খেয়েছি, আমরা মা-মেয়ে ও ৬ জন সদস্য তরমুজ খাওয়ার পর থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছি।
ডায়রিয়া রোগীরা জানান, মুখে খাবার স্যালাইন হাসপাতাল থেকে দিয়েছে কিন্তু আইভি স্যালাইন হাসপাতালের বাহির থেকে কিনতে হয়েছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল সত্যতা স্বীকার করে বলেন, গত ১০ ঘণ্টায় ২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে এবং ২৭ জন ছাড়পত্র নিয়েছেন। লক ডাউনের কারণে ইডিসিএল থেকে আইভি স্যালাইন আনা সম্ভব হয়নি এবং হঠাৎ করে ডায়রিয়া রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় সংকট হয়েছে। ডাক্তার, নার্স নিরলস সেবা দিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।