Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একতা কাপুরের বিরুদ্ধে পোস্টার নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৩ পিএম

ফের বিতর্কের কেন্দ্রে একতা কাপুর। এবার চুরির অভিযোগ উঠল প্রযোজকের বিরুদ্ধে। অভিযোগ তুললেন জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সুধাংশু সারিয়া। পরিচালকের অভিযোগ, একতা নিজের আপকামিং ওয়েব সিরিজ হিজ স্টোরির ক্ষেত্রে যে পোস্টারটি ব্যবহার করেছেন, তা হুবহু তাঁর লোয়েভ ছবির পোস্টারের নকল। ইনস্টাগ্রামে অভিযোগ জানিয়ে সুধাংশু লেখেন, 'অল্ট বালাজি এবং জি ফাইভের মতো বড় প্রযোজক সংস্থার বিনিয়োগ করার ক্ষমতা তো কম নয়। তাহলে মানুষ কীভাবে এই ধরনের কাজ করতে পারে?'

তিনি আক্ষেপের সুরে আরও বলেন, '১৩ মাস ধরে খাটাখাটনি করে প্রচুর ড্রাফট তৈরির পর আমরা লোয়েভ ছবির প্রথম পোস্টার তৈরি করেছিলাম। সেই পোস্টার সম্পূর্ণ টুকে দেওয়া হল। যার জেরে সত্যদীপ মিশ্র এবং মৃণাল দত্তের মতো অভিনেতাদের অপমানিত হতে হচ্ছে। জাহান বক্সী এবং রোহন পোরের মতো শিল্পীরা ওই পোস্টারটি তৈরি করেছিলেন। ভালোবাসার সঙ্গে তা বানানো হয়েছিল।'

সুধাংশু এদিন দুটি পোস্টার আপলোড করে বলেন, 'নিজেদের বানানো পোস্টারের পাশাপাশি বালাজির পোস্টারটাও দিলাম। আপনারাই দেখুন। এই ধরনের কাজ করাটা অত্যন্ত বোকামির কাজ। আমাদের কমিউনিটিটা ছোট। কিন্তু তবু কেন একে অপরের কাজকে স্বীকৃতি দিই না। সাহায্য চাই না? আমি খুবই খুশি হয়েছি যে তাঁদের আমার ছবির পোস্টার পছন্দ হয়েছে। এটা ভেবেও ভালো লাগছে যে কুয়ের লাভ স্টোরি নিয়ে কাজ হচ্ছে। কিন্তু এহেন নিম্নরুচির কাজ কেন করলেন একতা কাপুর?'

উল্লেখ্য, ২০১৫ সালে সারিয়ার লোয়েভ ছবিটি রিলিজ করেছিল। গল্প ছিল এলজিবিটি কেন্দ্রিক। পাঁচটি দেশে চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত করা হয়েছিল ছবিটিকে। অভিনয় করেছিলেন ধ্রুব গণেশ, শিব পন্ডিত, ঋষভ চড্ডাদের। এদিকে আগামী ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা একতার হিজ স্টোরি: দে হ্যাড হিস্ট্রি, দিস ইজ হিজ স্টোরি। ওই সিরিজে অভিনয় করেছেন সত্যদীপ মিশ্র, মৃণাল দত্তরা।

কিন্তু হুবহু পোস্টার টুকে দেওয়ার এই কাজ মোটেই পছন্দ হয়নি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের। শুক্রবার তিনি ওই পোস্টটি শেয়ার করার অনুরোধ করেছিলেন নেটিজেনদের। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিল অনেকেই। নেট পাড়ায় ধিক্কার দিয়েছেন অনেক অভিনেতাও। খোদ সিরিজের অন্যতম অভিনেতা সত্যদীপ বলেন, 'আমি বিষয়টি দেখলাম। অত্যন্ত দুঃখিত আমি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ভালো থাকবেন।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ