Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৫:৪৭ পিএম

চলছে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। ইতিমধ্যে দু দফায় ভোট শেষ হয়ে গিয়েছে। এবারে ভোটে তারকাদের মেলা। ভোটের দিন যতই এগোচ্ছে ততই এক একটি দলের ভোটের প্রচারে আসছে নতুন নতুন চমক। ভোটে না লড়লেও বিজেপির হয়ে দাপিয়ে প্রচার করে চলেছেন মিঠুন চক্রবর্তী৷ এবার বিজেপির বিজয় তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় যুক্ত হলেন জয়া বচ্চন৷ টানা ৪দিন বাংলায় লাগাতার প্রচারে থাকবেন তিনি৷

সোমবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার করতে শুরু করবেন জয়া। সূত্রের খবর, রাজ্যের তৃণমূলের হয়ে চারটি বড় রোড শো করবেন জয়া বচ্চন। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন। শুধু সোমবার নয় টানা চার দিন রাজ্যে তৃণমূলের হয়ে প্রচার করবেন অমিতাভ পত্নী।

এই মুহূর্তে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন জয়া বচ্চন৷ এবার তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোট চাইবেন৷ এর আগে গত ডিসেম্বরে জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুরীর সঙ্গে গিয়ে দেখা করেন মধ্যপ্রদেশ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র৷

উল্লেখ্য, মিঃ বচ্চন ও মিসেস বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘদিনের। প্রত্যেক বছরে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন উপস্থিত থাকেন বাংলার প্রিয় জামাই অমিতাভ। অন্যদিকে বাংলার তনয়া জয়া সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এরপরেই জয়া বচ্চনের তৃণমূলকে সমর্থন করে রোড শো করার শাসকদলের পাল্টা জবাব বিজেপি সরকারকে। তৃতীয় দফা নির্বাচনের প্রাক মুহূর্তেই শাসক দলের পক্ষে পাল্টা জবাব কি অনেকের জন্য ভারী হবে এটাই এখন দেখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ