মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা-সংক্রমণ নিয়ন্ত্রণে আরও বেশি করে কঠোর হচ্ছে ফ্রান্স। সেখানে দেশ জুড়ে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতার পাশাপাশি আরোপ করা হচ্ছে আরও নানা বিধিনিষেধও। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বুধবার এক টেলিভিশন-ভাষণে স্কুল বন্ধের কথা জানান। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী তিন সপ্তাহ সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন করে দেওয়া নির্দেশিকায় চলতি বিধিনিষেধ আরও এক মাস বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। আগামী শনিবার থেকে ফ্রান্সে জরুরি কিছু দোকানপাট ছাড়া অন্য দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া এলাকাবাসী তাঁদের নিজের বাড়ি থেকে ১০ কিলোমিটারের চেয়ে বেশি দূরে যেতে পারবেন না। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আমরা যদি এখনই সচেতন না হই তা হলে আমরা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাব। সূত্র : জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।