Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম প্রেমের কথা বললেন কিয়ারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৩:১১ পিএম

বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন কিয়ারা আদভানী। নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকের মন জয় করছেন। ‘কবীর সিং’, ‘গুড নিউজ’-এর মতো ভিন্ন ধারার চিত্রনাট্যে নিজেকে প্রমাণ করেছেন। ফলে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন অভিনেত্রীর জীবন কেমন, তা নিয়েও কৌতূহল রয়েছে দর্শক মহলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারাকে তার ডেটিং লাইফ নিয়ে প্রশ্ন করা হয়। কিয়ারা মজা করে বলেন, “আমার তখন ১৫, ১৬ বছর বয়স। খুব ছোট নই। নাইন বা টেনে পড়তাম।” তবে প্রথম ডেটে তার সঙ্গী কে ছিলেন, তা খোলসা করেননি তিনি।

এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিয়ারার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও গুঞ্জন তৈরি হয়নি। তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন। সে কারণেই নাকি ডেটিং নিয়ে প্রশ্নে প্রথমে থমকে গিয়েছিলেন। তবে ভক্তদের একেবারে নিরাশ করেননি। হেসে উত্তরও দিয়েছেন তিনি।

বর্তমানে ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং করছেন কিয়ারা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’তেও দেখা যাবে নায়িকাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার ‘ইন্দু কি জওয়ানি’। আপাতত হাতে পর পর কাজ নায়িকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ