Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পিছিয়ে গেল ‘সূর্যবংশী’র মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১:২৩ পিএম

৩০শে এপ্রিল ‘সূর্যবংশী’র মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল প্রযোজক সংস্থার পক্ষ থেকে। কিন্তু আপাতত ছবির মুক্তি পিছিয়ে গেল। গোটা ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে অনেক জায়গায় শুরু হয়েছে লকডাউন। ইতিমধ্যে মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় লকডাউনও ঘোষণা করা হয়েছে। আর সেই কারণে ছবি রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজনা সংস্থা রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট।

সমগ্র ভারতে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। অনেক জায়গায় আবার নতুন করে লক ডাউন করা হয়েছে। মহারাষ্ট্রে শুরু হয়েছে নাইট কার্ফু। কারণ সেখানে লাফিয়ে বাড়ছে করোনা। এই অবস্থায় নাইট শোগুলোতে ছবি চালানো মুশকিল। প্রচুর ক্ষতির মুখে পড়বে ছবি। যার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযোজক সংস্থার পক্ষ থেকে।

পরিচালক রোহিত শেট্টির এই ছবি বড় বাজেটের ছবি। এই ছবিতে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ এবং রণবীর সিং। কোভিড পরিস্থিতিতে হলে দর্শক টানতে এই রকমই একটা ‘বিগ টিকিট মুভি’-র জন্য অপেক্ষা করছিলেন প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। রোহিত শেট্টি আশাবাদী ছিলেন এই ছবি সিনেমা হলে দর্শক টানবে। কিন্তু সেই আশা জল ঢালল খোদ করোনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ