বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদরাসার অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরনকারী ৪০ শিক্ষককে ১০ হাজার করে মোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। গত সোমবার বিকেলে চরফ্যাশন জমিয়াতুল মোদার্রেছীনের কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক প্রিন্সিপাল মুঈনুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক কামরুজ্জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন- জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আবদুল খালেক, চরফ্যাশন উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মো. ছিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা মাদরাসা শিক্ষকদের সুখে দুঃখে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।