Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৩:১৩ পিএম

গত বছর অধিকাংশ সময়টা যেন দুঃস্বপ্নের মধ‍্যে কেটেছে রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক রহস্যজনক মৃত্যু ও সেই মৃত্যু মামলায় মূল দোষীর তকমা পাওয়া কয়েক মাসের মধ‍্যে যেন রিয়ার জীবন পালটে দেয়। মাদক মামলায় জেলের ঘানিও টানতে হয়েছিল তাকে। জামিন পাওয়ার পরেও দীর্ঘদিন কোনো খোঁজখবর পাওয়া যায়নি রিয়ার। লোকসমাজের চক্ষু থেকে নিজেকে এক রকম আড়ালই করে রেখেছিলেন তিনি। তবে ধীরে ধীরে পুরনো ভয় কাটিয়ে নতুন বছরে নতুন শুরুর দিকে এগিয়ে চলেছেন রিয়া। নতুন বাড়ি খোঁজা থেকে পার্টিতে যোগ দেওয়া, ধীরে ধীরে ফের ডানা মেলছেন তিনি।

এমনকি লম্বা একটা সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর সম্প্রতি ফের ইনস্টাগ্রামে সক্রিয় হয়েছেন রিয়া চক্রবর্তী। আন্তর্জাতিক নারী দিবসে মায়ের হাতের মধ‍্যে নিজের হাত নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার নতুন আর একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

‘সান্ড কি আঁখ’ ছবির প্রযোজক নিধি পারমার হিরনন্দানির সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন রিয়া। ছবিতে দেখা যাচ্ছে চুল ছড়িয়ে বিছানায় শুয়ে রয়েছেন দুজনে। হাত দিয়ে বানিয়েছেন হৃদয়ের সংকেত। ক‍্যাপশনে মার্কিন লেখক রবার ফুলগুমের একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন রিয়া। তিনি লিখেছেন, ‘ভালবাসা একটা ফেব্রিক যা কখনো ফিকে হয় না। যতই প্রতিকূলতা ও শোকের জলে ধোয়া হোক না কেন।’ ছবিতে ইতিমধ‍্যেই লাইকের সংখ‍্যা ২ লক্ষ পার করে গিয়েছে। কমেন্ট সেকশনও সকলের জন্য খুলে দিয়েছেন রিয়া।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘চেহরে’ ছবির ট্রেলার। অমিতাভ বচ্চন, ইমরান হাশমির মতো তারকার উপস্থিতি ম্লান করে এই ছবি সংবাদ শিরোনামে উঠে এসেছিল রিয়া চক্রবর্তীর জন্য। কিন্তু না পোস্টারে না টিজারে কোথাওই দেখা মেলেনি রিয়ার। তবে সব গুঞ্জন উড়িয়ে শেষমেষ ট্রেলারে দেখা মিলল রিয়ার। তবে খুবই স্বল্প সময়ের জন্য। প্রায় দু মিনিটের ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য চোখে পড়ে রিয়া চক্রবর্তীকে। ছবিতে অমিতাভের চরিত্রটি একজন আইনজীবীর। এক বিজ্ঞাপন সংস্থার মালিকের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। তবে রিয়ার চরিত্র সম্পর্কে কিছুই জানা যায়নি। ট্রেলারের শেষের দিকে কিছু সময়ের জন‍্য দেখা মেলে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ