Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানহানির মামলায় জামিন পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১০:১৮ এএম

জাভেদ আখতারের দায়ের করা মামলায় জামিন পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার আন্ধেরির আদালতে হাজিরা দেন অভিনেত্রী। সেখানেই তিনি জামিন পরোয়ানা বাতিল করার আবেদন জানানোর পাশাপাশি জামিনের আর্জিও জানান অভিনেত্রী। সেই আবেদনে সারা দিয়ে ৩৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার।

২০২০-এর ১৯ জুলাই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে জাভেদ আখতারের যোগ রয়েছে। এর জেরেই ২০২০-এর ৩ নভেম্বর কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। তবে আদালতে হাজিরা না দেওয়ার কারণে ফের ১লা মার্চ কঙ্গনার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে আদালত।

বিচারপতি আর আর খান বলেন, ‘অভিযুক্ত কঙ্গনা রানাউত ইচ্ছাকৃতভাবে কোনও সঙ্গত কারণ ছাড়াই আদালতে হাজিরা দেননি। সমন জারি হওয়ার পরেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। সেই কারণে এই মামলায় অভিযুক্ত কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ১,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করা হচ্ছে।’

আদালত আরও বলে, ‘অভিযুক্ত কঙ্গনা রানাউতের বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার পরেও তিনি হাজিরা দেননি। তার হাজিরা এড়িয়ে যাওয়ার পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ ছিল না। তিনি হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদনও জানাননি। সেই কারণে আইন অনুসারে তার বিরুদ্ধে ১,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ