বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের কুয়েত ফেরৎ প্রবাসী বোরহানের বাড়ীতে বিস্ফোরণ ও ৩ জনের মৃত্যুর বিষয়ে প্রেস ব্রিফিং করেছে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল জানিয়েছেন, গত বুধবার বিকেলে ওই বাড়িতে যে বস্তুটি বিস্ফোরিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, সেটি পরিত্যক্ত একটি মর্টারশেল। এটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে এ ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংশ্লিষ্টতা নেই।
ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার আটক ৫জনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরিত হয়েই এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরো জানান, কিছুদিন আগে ওই বাড়ির পাশের রাস্তা সংস্কারের কাজ চলে। সেসময় একটি পরিত্যক্ত মর্টারশেল পায় ওই পরিবারের সদস্যরা। তারা সেটি গোপনে রেখে ঘটনার দিন বুধবার সেটি কয়েকজন মিলে কাটছিল। এসময় সেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে মেকুরাই নয়াপাড়া গ্রামের মৃত কবিরের ছেলে ওয়াহেদুল (৩২) ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের তৈয়বের ছেলে ট্রাক চালক রানা মিয়া (২৯) এবং হাসপাতালে নেয়ার পথে বাড়ির মালিক কাসেমের ছেলে বোরহান (৩৬) মারা যান।
ঢাকা থেকে আসা পুলিশের টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল দলটি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে । এডিসি রহমত উল্লার নেতৃত্বে ৮ সদস্যের দলটি বাড়ির বিভিন্ন কক্ষে তদন্ত কার্যক্রম চালায়। দলটি বাড়ির ভিতরে প্রবেশের পর সাড়ে দশটার দিকে আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সড়িয়ে দেয়া হয়। এরপর ওই বাড়ি থেকে পরিত্যাক্ত মর্টাল সেল এর অংশ বিশেষ উদ্ধার করে বিস্ফোরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।