Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হাশমির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৩:৫১ পিএম

করোনার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার আবহে ফিরছে বলিউড। ইতিমধ্যে শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছে টাইগার সিক্যুয়েলের নতুন কিস্তি ‘টাইগার থ্রি’। সিনেমাটিতে যথারীতি জুটি বেঁধে অভিনয় করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে চমক হিসেবে তাদের সঙ্গে এবার যোগ দেবেন ইমরান হাশমিও। ‘টাইগার থ্রি’-তে সালমানের সঙ্গে অভিনয়ে করাকে স্বপ্নপূরণের মত বলে আখ্যায়িত করেছেন হাশমি।

সম্প্রতি গণমাধ্যমে সঙ্গে আলাপকালে ইমরান হাশমি জানান, ‘টাইগার থ্রি’ সিনেমাতে অভিনয়ের সুযোগ আমার কাছে বাড়তি প্রেরণা। সিনেমাটিতে সালমান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সত্যি বলতে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আশা করছি দর্শকের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব। খলচরিত্রে অভিনয় করাটা উপভোগ করতে চাই।’

প্রসঙ্গত, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং। ইতিমধ্যে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি শুরু করেছেন সালমান এবং ক্যাটরিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ