Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওজন কমিয়ে অভিনয়ে ফিরছেন এষা দেওল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:২১ পিএম

গত বছর জুন মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী এষা দেওল। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের একবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জন্য তৈরি অভিনেত্রী। কমিয়ে ফেলেছেন অতিরিক্ত ওজন। কিছুদিন আগেই একটি ছবির শ্যুটিংও করেছেন হেমা মালিনী কন্যা। যদিও আগামী সিনেমা ও নিজের চরিত্রের বিষয়টি এখনও পর্যন্ত গোপনই রেখেছেন এষা। শুধু অভিনয় নয়, সম্প্রতি লেখিকা হিসাবেও আত্মপ্রকাশ করেছেন, এষার লেখা বইয়ের নাম আম্মা মিয়া।

এষার কথায়, ''ঈশ্বরের কৃপায় আমি ভালো ছবির প্রস্তাব পাচ্ছি। আবারও ক্যামেরার মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া ফিট থাকাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছি। বেশকিছু ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছি। একটি ছবির কাজও সম্প্রতি শেষ করেছি। এবার দ্বিতীয় প্রজেক্টের জন্য তৈরি হচ্ছি। যেটি নিয়ে আমি ভীষণই উৎসাহী।''

এষা আরও জানান, ''এই চিত্রনাট্য হাতে পাওয়ার পরই মনে হয়েছিল, এটা এমন একটা গল্প যেটা বলা উচিত। এই গল্পে অনেক মহিলাই নিজেকে খুঁজে পাবেন। এই ছবিটা একটা সুন্দর বার্তাও দেবে।''

প্রসঙ্গত, রাধ্যা ও মিরায়া, দুই মেয়ের মা এষা দেওল। শেষবার তাঁকে দেখা গিয়ছিল রামকমল মুখোপাধ্যায়ের 'কেকওয়াক' ছবিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ