Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন লুকে কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৩:০৯ পিএম

গত মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর খান । এখন সদ‍্যোজাতর যত্ন আত্তিতেই ব‍্যস্ত তিনি। সন্তান জন্মের পর এবার এক্কেবারে নতুন লুকে ধরা দিয়েছেন কারিনা। লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। লং বব হেয়ারস্টাইলে অনুরাগীদের মন জয় করে নিচ্ছেন তিনি। ডেলিভারির প‍র যেন আরো গ্ল‍্যামার বেড়ে গিয়েছে কারিনার। নিজের ইনস্টাগ্রাম আইডিতেও নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ভাইরাল সেই ছবি।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করেন কারিনা। তবে এখনি ছোট ছেলের মুখ দেখাননি তিনি। ছেলেকে কোলে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘এমন কোনো কাজ নেই যা মহিলারা করতে পারেন না।’

দ্বিতীয় সন্তানের জন্মের কয়েকদিন পর হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরোতে দেখা যায় সাইফ, তৈমুর ও কারিনাকে। তবে ছবি শিকারীদের সামনে পোজ দেননি অভিনেত্রী। ন‍্যানির কোলে ছিল ছোট্ট নবাব পুত্র। গাড়ির কাঁচের বাইরে থেকেই তার দিকে ক‍্যামেরা তাক করে ছবি শিকারীরা। তবে উলটো দিকে ফিরে থাকায় তার মুখ দেখার সুযোগ একেবারেই ছিল না। ক‍্যামেরার ফোকাসে আসে সদ‍্যোজাতর এক মাথা চুল। গাড়িতে বাবা সাইফের কোলে বসে ক‍্যামেরার দিকে তাকাতে দেখা যায় তৈমুরকেও। এর আগে সদ‍্যোজাতর কথা বলতে গিয়ে রণধীর কাপুর বলেছিলেন, সব শিশুদেরই তার এক রকম লাগে। তবে সবাই বলছে কারিনার দ্বিতীয় সন্তান নাকি তৈমুরের মতোই দেখতে হয়েছে।

অপরদিকে ইতিমধ‍্যেই কারিনার দ্বিতীয় সন্তানকে নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছে নেট জগতে। টুইটারে রীতিমতো ট্রেন্ড করতে শুরু করেছে চেঙ্গিস খাঁ ও ঔরঙ্গজেব। কারিনাকে নেটিজেনদের প্রস্তাব, প্রথম ছেলের নাম তৈমুর রেখেছিলেন। এবার তাহলে দ্বিতীয় জনের নাম ঔরঙ্গজেব বা চেঙ্গিজ রাখুন। নবাব পরিবারের দ্বিতীয় উত্তরাধিকারীর জন্ম হতে না হতেই তুমুল ট্রোলের মুখে পড়তে হলো সাইফ কারিনা সহ নবজাতককে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ