Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগার ৩-এর শ্যুটিং শুরু করলেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ২:৫৩ পিএম

তারকা হওয়ার এই এক বিপদ! যেখানেই যাবেন, পিছু ধাওয়া করবে ছবি শিকারীদের ক্যামেরা। তার উপরে সঙ্গে যদি থাকেন প্রাক্তন, তাহলে তো আর কথাই নেই! ক্যামেরার ফ্ল্যাশ সূর্যের আলোকেও লজ্জা দেবে! সম্প্রতি যখন মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে টাইগার ৩ ছবির শ্যুটিং করতে একসঙ্গে হাজির হলেন ক্যাটরিনা কাইফ আর সালমান খান, তখনও ঠিক এই ব্যাপারটাই হল!

ছবিতে একটু রোগা লুকে দেখা যাবে সালমানকে। ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে দাবাং খানের। সালমানের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন রাজেন্দ্র ঢোলে। সালমানের ট্রেনিংয়ের উপর নজর রেখেছেন দাবাং ৩-এর সহকর্মী রাজেশ রাই-ও। ছবিটিতে বরাবরের মতো সালমানকে র এজেন্ট টাইগার আর ক্যাটরিনাকে আইএসআই এজেন্ট জোয়ার চরিত্রে দেখা যাবে। ছবিতে এবারে খলনায়কের ভূমিকায় থাকছেন ইমরান হাশমি।

টাইগার ৩ পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজক আদিত্য চোপড়া। মিড ডে-তে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে খবর, আদিত্য না কি সিনেমার শ্যুটিং নিয়ে কোনও রকম দেরি করতে চান না। তাই আরব আমিরশাহির জায়গার আগে ইস্তানবুলের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং সেরে ফেলতে চাইছেন। দু'টি জায়গাতেই রেকি করার জন্য টিম পৌঁছে গিয়েছে। টিমের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে মুম্বাইয়ে ছবির কিছু অংশের শ্যুটিং সেরে কাজ এগিয়ে রাখছে টিম টাইগার।

শোনা যাচ্ছে, শাহরুখ খান পাঠান নামে যে ছবির কাজ শুরু করেছেন, সেই চরিত্রটিও টাইগার ৩ ছবির কয়েকটি অংশে দেখা দেবে বলে জানা গিয়েছে। তেমনই আবার টাইগারও পাঠান ছবিতে ক্যামিও করবে। পাঠান ছবিতে নিজের ভাগের শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন সালমান, এবার শুধু টাইগার ৩-এর শ্যুটিংয়ে শাহরুখের মুখ দেখানোর পালা বাকি রয়েছে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ