Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির খানের ‘ড্রিম প্রজেক্ট’ আপাতত বন্ধ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১০:১০ এএম

মহাকাব্য নিয়ে ছবি করা মুখের কথা নয়। দীর্ঘ পাঁচ বছর ধরে বড়পর্দার জন্য মহাভারত বানাবার পরিকল্পনা করছিলেন আমির খান। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনায় ইতি টানলেন মিঃ পারফেকশানিস্ট। উনি এই মুহূর্তে বড় পর্দার জন্য মহাভারত বানাচ্ছেন না।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, যে বড় ক্যানভাসে মহাভারত বানাবার পরিকল্পনা করছিলেন আমির, এই মুহূর্তে তা বাণিজ্যিকভাবে সফল হওয়া মুশকিল। তাছাড়া মহাভারত বানানো যথেষ্ট সময় সাপেক্ষ। অত সময়ও আমির এই মুহূর্তে দিতে পারবেন না। তাই আপাতত মহাভারত তৈরি করার কল্পনায় পেরেক পুঁতেছেন তিনি।

তবে শোনা যাচ্ছে, বড় পর্দার জন্য এই মুহূর্তে না বানালেও মহাভারত নিয়ে ওয়েব সিরিজ বানাবার পরিকল্পনা করছেন তিনি। যদিও আমির খান প্রোডাকশনের ঘনিষ্ঠ একজন ওয়েব সিরিজ বানাবার পরিকল্পনাকেও উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন মিঃ পারফেকশানিস্ট এই মুহূর্তে ওর ‘ড্রিম প্রজেক্ট’ নিয়ে কিছুই ভাবছেন না। মহাভারত বানাতে গেলে যে সময় দরকার, তা আমির এখন দিতে পারবেন না। তবে উনি খুব শীঘ্রই ওর নতুন ছবির কথা জানাবেন।

আপাতত আমির খান ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। এই ছবির রিলিজের আগে একটা বড়সড় সিদ্ধান্তও উনি নিয়েছেন। ‘লাল সিং চাড্ডা’-র রিলিজের আগে পর্যন্ত তিনি নিজের মোবাইল ফোন বন্ধ রাখবেন। মোবাইল ফোনের নেশা থেকে মুক্তি পেতে চান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ